ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে যা করবেন

মোবাইলে ফেসবুক অ্যাপ। প্রতিকী ছবি: রয়টার্স
মোবাইলে ফেসবুক অ্যাপ। প্রতিকী ছবি: রয়টার্স

আজকাল প্রায়ই ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিংয়ের কথা শোনা যায়। প্রযুক্তি ভালো বোঝে এবং যথোপযুক্ত সতর্কতা অবলম্বন করেছেন, এমন ব্যবহারকারীদেরও ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হতে পারে।

আজকের লেখায় কীভাবে অ্যাকাউন্ট হ্যাকের ঝুঁকি কমাবেন এবং হ্যাক হলে কী করনীয়, সে বিষয়ে আলোচনা করা হবে।

হ্যাকিং ঠেকাবেন যেভাবে

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে হ্যাকারদের পাতা ফাঁদে পা দেওয়া।

আপনি হয়তো মেসেঞ্জারে একটি লিংক পেলেন, যাতে লেখা, 'ওএমজি, জানো কে মারা গেছে?' আপনি লিংকে ক্লিক করলেন, দেখলেন প্রায় ফেসবুকের মতো দেখতে একটি ইন্টারফেস, কিন্তু আপনাকে আবারও লগইন করতে বলা হচ্ছে। আপনি কিছু না ভেবেই ফেসবুক অ্যাকাউন্টের ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে দিলেন। ব্যাস! আপনার পাসওয়ার্ড অন্য কেউ জেনে গেলো। কারণ ফেসবুক মনে করে যে ওয়েবসাইটে আপনি আপনার আইডি পাসওয়ার্ড দিলেন, সেটি আসলে ফেসবুক নয়।

যখনই ব্রাউজারের মাধ্যমে ফেসবুকে লগ ইন করবেন, খুব ভালোভাবে ইউআরএল (ওয়েব অ্যাড্রেস) দেখে নিতে হবে। দেখতে হবে ওয়েবসাইটের ঠিকানা https://www.facebook.com দিয়ে শুরু হয়েছে কিনা। 'facebook' বানান খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। অনেক সময় হ্যাকাররা 'facebok', 'ffacebook' বা  'facbook' ইত্যাদি বিভ্রান্তিকর ইউআরএল ব্যবহার করতে পারে। এসব বিভ্রান্তি এড়াতে ব্রাউজারের এড্রেস বারে নিজেই facebook.com লিখে সার্চ দিন। মোবাইল অ্যাপের ক্ষেত্রে এ সমস্যা নেই।

কোনো কোনো থার্ড পার্টি অ্যাপ বা ওয়েবসাইটের কাছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের অ্যাক্সেস আছে, তা নিয়মিত পরীক্ষা করুন। সন্দেহজনক কিছু দেখলেই সেই অ্যাপ বা ওয়েবসাইট মুছে দিয়ে পাসওয়ার্ড পরিবর্তন করুন।

সাধারণত কেউ যখন আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানতে পারে, সেটা যেকোনোভাবেই হোক, তখনই অ্যাকাউন্ট হ্যাকের ঘটনা ঘটে। ফেসবুক এক্ষেত্রে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ, কারণ মানুষ তাদের ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপে লগ ইন করে। কেউ যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিতে পারে, তাহলে বিভিন্ন দিক থেকে আপনি ক্ষতির শিকার হতে পারেন।

অ্যাকাউন্ট হ্যাক হলে যা করবেন

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে তা আপনাকে বিভিন্ন ভাবে সমস্যায় ফেলতে পারে।

এমনও হতে পারে যে কেউ আপনার ছদ্মবেশে অন্য কাউকে বার্তা পাঠাচ্ছে কিংবা কোনো কিছু পোস্ট করছে যা অদ্ভুত ও অরুচিকর, বা আপনার ভাবমূর্তির সঙ্গে যায় না। 

এমন পরিস্থিতিতে যদি আপনি অ্যাকাউন্টে লগ ইন অবস্থায় থাকেন, তাহলে কিছু ব্যবস্থা নিতে পারেন।

পাসওয়ার্ড রিসেট করুন

সেটিংস অপশনে সিকিউরিটি এন্ড লগইন বাছাই করতে হবে এবং where you are logged ইন অপশনটি দেখতে পাবেন।
সেটিংস অপশনে সিকিউরিটি এন্ড লগইন বাছাই করতে হবে এবং where you are logged ইন অপশনটি দেখতে পাবেন।

সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড পরিবর্তন করাটা হবে প্রথম উদ্যোগ, যদি আপনি তা করতে পারেন। আর যদি লগ ইন অবস্থায় না থাকেন, তাহলে পাসওয়ার্ড রিসেটের আবেদন করুন। আপনার ইমেইল অ্যাকাউন্টে আসা নির্দেশনা অনুসরণ করে পাসওয়ার্ড বদলে ফেলুন দ্রুত।

তবে হ্যাকার যদি অ্যাকাউন্টের ইমেইল ঠিকানা পরিবর্তন করে ফেলে, তাহলে হয়তো আপনি তা করতে পারবেন না। তবে তারপরও এই অবস্থা থেকে বের হয়ে আসার উপায় আছে।

সন্দেহজনক ডিভাইস থেকে লগআউট করুন

কোন কোন ডিভাইসে লগইন করা আছে, তা এখানে দেখতে পাবেন
কোন কোন ডিভাইসে লগইন করা আছে, তা এখানে দেখতে পাবেন

সিকিউরিটি সেটিংস অপশনে যান। কোন কোন ডিভাইস ও স্থান থেকে আপনি লগ ইন করেছেন, তার একটি তালিকা দেখা যাবে এখানে। তালিকা থেকে কোনোটি যদি আপনার অপরিচিত বা সন্দেহজনক মনে হয়, তাহলে এখান থেকেই লগ আউট করে দিতে পারবেন।

কোন কোন অ্যাপ এবং ওয়েবসাইটে আপনি ফেসবুকের মাধ্যমে লগ ইন করেছেন, তা এই লিংকে ক্লিক করে দেখুন। কোনোটিকে যদি অপরিচিত বা সন্দেহজনক মনে হয়, তাহলে 'রিমুভ' বাটনে ক্লিক করে সেটিকে মুছে দিন।

ইমেইল অ্যাড্রেস যাচাই ও পাসওয়ার্ড পরিবর্তন করুন

ফেসবুকের জেনারেল সেটিংস থেকে অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত আপনার ইমেইল ঠিকানাটি যাচাই করুন। যদি আপনার ছাড়া অন্য কারও ইমেইল দেওয়া থাকে, তাহলে সেটি মুছে দিন।

এবার আবারও পাসওয়ার্ড পরিবর্তন করুন। পাসওয়ার্ড পরিবর্তনের সময়  Log out of other devices নামে একটি অপশন আসবে। এখান থেকে সন্দেহজনক লগ ইনগুলোকে লগ আউট করে দিন। জটিল পাসওয়ার্ড (বড় হাতের অক্ষর, বিশেষ চিহ্ন, নম্বর) ব্যবহার করুন। অন্য কোনো অ্যাকাউন্টে ব্যবহার করেছেন, এমন পাসওয়ার্ড ব্যবহার করা থেকে বিরত থাকুন। পাসওয়ার্ড মনে রাখতে সমস্যা হলে ভালো কোনো পাসওয়ার্ড ম্যানেজার অ্যাপ ব্যবহার করতে পারেন। 

অ্যাকাউন্টে যদি লগ ইন করা না যায়

আপনি যদি আপনার ফেসবুকে লগ ইন করতে না পারেন, অর্থাৎ হ্যাকার যদি আপনার আইডি পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলে, তাহলেও অ্যাকাউন্ট পুনরুদ্ধারের উপায় আছে। 

প্রথমে 'ফাইন্ড মাই অ্যাকাউন্ট' পেজে যেতে হবে। এমন কোনো কম্পিউটার বা মোবাইল থেকে কাজটি করতে হবে, যেটিতে আপনি আগে এই ফেসবুক অ্যাকাউন্টটি ব্যবহার করেছেন। 

স্ক্রিনে আপনার অ্যাকাউন্ট খুঁজে বের করার একটি ঘর আসবে। সেখানে ইমেইল, ফোন নাম্বার বা নাম সার্চ করে আপনার অ্যাকাউন্টটি খুঁজে বের করতে পারবেন। অ্যাকাউন্ট খুঁজে পাওয়ার পর সেটিতে ক্লিক করুন এবং পরবর্তী নির্দেশনা অনুসরণ করে পাসওয়ার্ড রিসেট করুন। 

এছাড়া পরিবার ও বন্ধুদের অ্যাকাউন্ট থেকেও আপনার অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতে পারবেন। 

কোনো কম্পিউটার থেকে যে অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করতে চান, সেই প্রোফাইলে যান। কাভার ফটোর নিচে '...' এই সংকেতে ক্লিক করুন। 'ফাইন্ড সাপোর্ট অর সিলেক্ট প্রোফাইল' অপশনে ক্লিক করুন। এবার 'সামথিং এলস' অপশনটি বাছাই করুন এবং 'নেক্সট' বাটনে ক্লিক করুন। এরপর 'রিকভার দিস অ্যাকাউন্ট' অপশনে ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুসরণ করুন।  

উল্লেখ্য, হ্যাকার যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের ইমেইল ঠিকানা পরিবর্তন করে ফেলে, তাহলে সেটি আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। যখন অ্যাকাউন্টের ইমেইল ঠিকানা পরিবর্তন করা হয়, তখন ফেসবুক কর্তৃপক্ষ আগের ইমেইলে একটি বিশেষ লিংকসহ ইমেইল পাঠায়। সেই লিংকে ক্লিক করে আবারও আগের ইমেইল পুনস্থাপন করা যায়। 

অন্যান্য সুরক্ষামূলক ব্যবস্থা

টু-ফ্যাক্টর অথেনটিকেশন পদ্ধতি চালু করুন। এর ফলে কেউ আপনার পাসওয়ার্ড জানলেও আপনার ফোনের নিয়ন্ত্রণ নেওয়া ছাড়া অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না।

ফেসবুকের সিকিউরিটি চেকআপ থেকেও অ্যাকাউন্টের অপ্রয়োজনীয় ও সন্দেহজনক উপাদান চিহ্নিত করতে পারবেন। 

সবশেষে অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত যে ইমেইল অ্যাকাউন্ট, তারও পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলুন। প্রতি ১-৩ মাস পর পর এই ইমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করুন।

সূত্র: টেকক্রাঞ্চ, মেকইউজঅব

গ্রন্থনা: আহমেদ হিমেল

Comments

The Daily Star  | English
Banks deposit growth in 2024

Depositors leave troubled banks for stronger rivals

Depositors, in times of financial uncertainty, usually move their money away from troubled banks to institutions with stronger balance sheets. That is exactly what unfolded in 2024, when 11 banks collectively lost Tk 23,700 crore in deposits.

12h ago