বদলে যাচ্ছে টুইটারের লোগো, থাকছে না সুপরিচিত নীল পাখি
ইলন মাস্ক জানিয়েছেন, তিনি টুইটারের লোগো পরিবর্তন করবেন। সে ক্ষেত্রে নীল রঙের পাখি সম্বলিত বর্তমান লোগোটি আর থাকছে না।
আজ রোববার মাস্কের টুইট বার্তার বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
মাস্ক টুইটারে বলেন, 'খুব শিগগির আমরা টুইটারের লোগোকে বিদায় জানাব, এবং পরবর্তীতে সবগুলো পাখিকেও।'
And soon we shall bid adieu to the twitter brand and, gradually, all the birds
— Elon Musk (@elonmusk) July 23, 2023
টুইটার পোস্টে তিনি আরও বলেন, 'যদি আজ রাতের মধ্যে এক্স সম্বলিত ভালো কোনো লোগো পোস্ট করা হয়, তাহলে আমি আগামীকাল বিশ্বজুড়ে এটিকে চালু করব।'
If a good enough X logo is posted tonight, we'll make go live worldwide tomorrow
— Elon Musk (@elonmusk) July 23, 2023
মাস্ক অপর এক টুইট বার্তায় ইংরেজি অক্ষর 'এক্স' এর ছবি পোস্ট করেন। পরবর্তীতে তিনি টুইটার স্পেসের অডিও চ্যাটে নিশ্চিত করেন, টুইটারের লোগো বদলাচ্ছে।
— Elon Musk (@elonmusk) July 23, 2023
'এটা আরও অনেক আগেই করা উচিৎ ছিল', যোগ করেন তিনি।
অক্টোবরে টুইটারের মালিকানা নেওয়ার পর ইলন মাস্ক মূল প্রতিষ্ঠানের নাম বদলে 'এক্স কর্প' রাখেন।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে টুইটার কতৃপক্ষ কোনো মন্তব্য করেনি।
টুইটারের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, নীল রঙের পাখি সম্বলিত টুইটারের লোগো তাদের 'সবচেয়ে সুপরিচিত সম্পদ', এবং এ কারণে 'আমরা একে সুরক্ষিত রাখতে বদ্ধপরিকর।'
Comments