খামেনির এক্স অ্যাকাউন্ট ‘বন্ধ’

এক বৈঠক শেষে উপস্থিত জনতার উদ্দেশে হাত নাড়ছেন খামেনি। ছবি: রয়টার্স (২৭ অক্টোবর, ২০২৪)
এক বৈঠক শেষে উপস্থিত জনতার উদ্দেশে হাত নাড়ছেন খামেনি। ছবি: রয়টার্স (২৭ অক্টোবর, ২০২৪)

সাম্প্রতিক সময়ে বারবারই আলোচনায় আসছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নাম। সামাজিক মাধ্যম এক্সে খামেনির হিব্রু ভাষার অ্যাকাউন্ট থেকে দুইটি পোস্ট করার পরই সেটাকে 'সাসপেন্ড' বা বন্ধ করে দেওয়া হয়েছে।

আজ সোমবার এই তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট।

গতকাল রোববার জানা যায় খামেনি 'গুরুতর অসুস্থ' এবং তার উত্তরসূরি নির্বাচন নিয়ে 'নীরব প্রতিযোগিতা চলছে'। কিন্তু দিনের পরবর্তী অংশে তিনি রাজধানী তেহরান ও পার্শ্ববর্তী এলাকায় শনিবারের ইসরায়েলি বিমান হামলা নিয়ে এক্সে পোস্ট করে ই গুজবে পানি ঢেলে দেন।

তার মূল এক্স অ্যাকাউন্টে পোস্ট করে খামেনি বলেন, 'ইরানে ইসরায়েলের হামলাকে "বাড়িয়ে বা কমিয়ে" দেখা হবে না।'

মূল অ্যাকাউন্ট চালু থাকলে শুধু হিব্রু ভাষায় পোস্ট করার জন্য অপর একটি অ্যাকাউন্ট খোলেন খামেনি। সেই অ্যাকাউন্টের রোববার সর্বশেষ পোস্টে বলা হয়, 'জায়োনিস্ট শাসকরা ভুল করেছে। ইরান নিয়ে তাদের হিসাবে ভুল আছে। জাতি হিসেবে ইরানের ক্ষমতা, সক্ষমতা, উদ্যোগ ও অভিলাষ সম্পর্কে তাদেরকে ধারণা দেওয়া হবে।'

মূল অ্যাকাউন্টেও একই পোস্ট দেন তিনি, তবে ইংরেজিতে। 

মূল অ্যাকাউন্টেও মাঝে মাঝে হিব্রু ভাষায় পোস্ট করেন খামেনি। সেখানে ইসরায়েলের বিরুদ্ধে কড়া ভাষা ব্যবহারের নজির রয়েছে।

শনিবার সকালে হিব্রু অ্যাকাউন্টে প্রথম পোস্ট করেন খামেনি। সেখানে বলা হয় 'পরম করুণাময়, দয়ালু আল্লাহর নামে শুরু করছি।'

ইরানের বিরুদ্ধে ইসরায়েলের বিমান হামলার পর এই অ্যাকাউন্টে দুইটি পোস্ট করেন খামেনি।

এক্সে মূল অ্যাকাউন্টে করা পোস্টে খামেনি বলেন, 'ইসরায়েলি বিমান হামলাকে ছোট করে দেখারও কিছু নেই, বড় করে দেখারও কিছু নেই।'

Comments