আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

আট রাউন্ড শেষে বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেট শিকারি যারা

ব্যাট ও বল হাতে অসাধারণ পারফর্ম করা ও স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়া ক্রিকেটারদের সংখ্যা কম নয়।

আট রাউন্ড শেষে বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেট শিকারি যারা

বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক
ছবি: রয়টার্স

ইংল্যান্ড-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে গতকাল বুধবার শেষ হয়েছে ২০২৩ বিশ্বকাপের গ্রুপ পর্বের অষ্টম রাউন্ড। সেই পর্যন্ত ব্যাট ও বল হাতে অসাধারণ পারফর্ম করা ও স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়া ক্রিকেটারদের সংখ্যা কম নয়।

এবারের আসরের সবচেয়ে বেশি রান সংগ্রহ ও উইকেট শিকার করা খেলোয়াড়দের তালিকা নিচে তুলে ধরা হলো দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য:

সর্বোচ্চ রান সংগ্রাহক: (সেরা পাঁচ)

নাম ম্যাচ রান গড় স্ট্রাইক রেট সর্বোচ্চ ১০০ ৫০
কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা) ৫৫০ ৬৮.৭৫ ১১১.৩৩ ১৭৪
বিরাট কোহলি (ভারত) ৫৪৩ ১০৮.৬০ ৮৮.২৯ ১০৩*
রাচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড) ৫২৩ ৭৪.৭১ ১০৭.৩৯ ১২৩*
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) ৪৪৬ ৫৫.৭৫ ১০৮.২৫ ১৬৩
রোহিত শর্মা (ভারত) ৪৪২ ৫৫.২৫ ১২২.৭৭ ১৩১

সর্বোচ্চ উইকেট শিকারি: (সেরা পাঁচ)

নাম ম্যাচ উইকেট গড় ইকোনমি সেরা ৪ উইকেট ৫ উইকেট
দিলশান মাদুশাঙ্কা (শ্রীলঙ্কা) ২১ ২২.২৩ ৬.৪৮ ৫/৮০
অ্যাডাম জ্যাম্পা (অস্ট্রেলিয়া) ২০ ১৯.২০ ৫.৫৬ ৪/৮
মার্কো ইয়ানসেন (দক্ষিণ আফ্রিকা) ১৭ ২৪.৪১ ৬.৪১ ৩/৩১
মোহাম্মদ শামি (ভারত) ১৬ ৭.০০ ৪.৩০ ৫/১৮
শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান) ১৬ ২৫.৫৬ ৫.৭৬ ৫/৫৪

Comments

The Daily Star  | English

Why are onion prices rising abruptly?

Onion prices have been increasing over the past weeks, as farmers and traders release fewer stocks to local markets in the hope of better returns amid the government’s suspension of imports

3h ago