আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

বাবরকে টপকে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে শুবমান

দুই বছর পর ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটার হিসেবে শীর্ষে থাকা বাবরের রাজত্বের অবসান ঘটেছে।

বাবরকে টপকে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে শুবমান

শুবমান গিল

বেশ কিছু দিন থেকেই আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা পাকিস্তানি অধিনায়ক বাবর আজমের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিলেন শুবমান গিল। শেষ পর্যন্ত বাবরকে টপকে গিয়েছেন তিনি। আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের মধ্যে শীর্ষে উঠেছেন এই ভারতীয় ব্যাটার।

৮৩০ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ ভারতীয় ব্যাটার হিসেবে আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলেন শুবমান। এর আগে শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি এবং এমএস ধোনির এই কীর্তি অর্জন করেছিলেন। দুই বছর পর ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটার হিসেবে শীর্ষে থাকা বাবরের রাজত্বের অবসান ঘটেছে।

বিশ্বকাপে এখন পর্যন্ত ছয় ম্যাচে ২১৯ রান করেছেন শুবমান। কদিন আগেই শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন ৯২ রানের ইনিংস। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৩ রান করে আউট হন তিনি। তাতেই শীর্ষে জায়গা মিলে তার। এদিকে তার দলও রয়েছে দারুণ ছন্দে। বিশ্বকাপে তাদের আটটি ম্যাচের সবকটিতেই জিতেছে ভারত।

বিশ্বকাপে দুর্দান্ত খেলা আরেক ব্যাটার কুইন্টন ডি কক রয়েছেন তিন নম্বরে। এবারের আসরে এখন পর্যন্ত ৫৪৩ রান এসেছে তার ব্যাট থেকে। আর ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির রয়েছেন চতুর্থ স্থানে।

ব্যাটারদের মতো ভারতের বোলাররাও চলমান টুর্নামেন্টে দারুণ উন্নতি করেছে। সেরা দশ বোলারের তালিকায় ঢুকে পড়েছেন চার ভারতীয় বোলার। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার হিসেবে তার মুকুট পুনরুদ্ধার করেছেন মোহাম্মদ সিরাজ। সতীর্থ কুলদীপ যাদব তিন ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠেছেন। তিন ধাপ এগিয়ে আট নম্বরে আছেন জাসপ্রিত বুমরাহ। এছাড়া শীর্ষ দশে ঢুকেছেন মোহাম্মদ শামি।

বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও যথারীতি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন। আগের দিন আফগানিস্তানের বিপক্ষে ২০১ রানের অতিমানবীয় ইনিংস খেলেন অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে এসেছেন গ্লেন ম্যাক্সওয়েল।

Comments

The Daily Star  | English

Consensus commission: Talks snag on women’s seats, upper house

The National Consensus Commission proposed establishing an upper house comprising elected representatives from each district and city corporation, and suggested abolishing the current system of reserved seats for women in parliament.

1h ago