চ্যাম্পিয়ন্স ট্রফি

‘ভারতের কাছে হারলে এবার টিভি ভাঙবেন না পাকিস্তানিরা’

ছবি: এএফপি/স্ক্রিনগ্র্যাব

ভারত-পাকিস্তান দ্বৈরথে দুই দেশের দর্শকদের মাঝে অন্যরকম উন্মাদনা কাজ করে। দল হারলে আবেগ সামলাতে না পেরে ঘরের টেলিভিশন সেট ভেঙে ফেলাও অস্বাভাবিক ঘটনা নয় তাই। তবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসন্ন ম্যাচে পাকিস্তান হেরে গেলে এবার অন্তত তাদের সমর্থকরা এরকম কিছু করবেন না, স্বাগতিক দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলী করেছেন এমন মন্তব্য।

কাগজে-কলমে শক্তিশালী ভারত তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু করেছে দারুণভাবে। গত বৃহস্পতিবার দুবাইতে বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে দলটি। আগামীকাল একই ভেন্যুতে পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে ভারতকেই এগিয়ে রাখছেন অনেকে। সেই তালিকায় আছেন বাসিত।

৬৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলা প্রাক্তন ব্যাটারের মতে, এবার ভারতের কাছে পাকিস্তান ধরাশায়ী হলেও টেলিভিশন ভাঙার মতো কাজ করতে যাবেন না ভক্তরা। আবেগ সামাল দিতে পারদর্শী হয়ে ওঠা নয়, বরং কারণ হিসেবে নিজ দেশের অর্থনৈতিক দুরবস্থার দিকে ইঙ্গিত করেছেন তিনি, 'যদি ভারতের কাছে পাকিস্তান বাজেভাবেও হারে, তবুও সমর্থকরা এবার টিভি সেট ভাঙবেন না। কারণ, এখানকার অর্থনৈতিক অবস্থা খারাপ। আমরা শুধু তাদের কথা-বার্তাই শুনতে পাব।'

চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে করাচিতে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হেরেছে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ানের দল তাই একরকম বাঁচা-মরার সমীকরণ সামনে নিয়ে মাঠে নামবে ভারতের বিপক্ষে। নিজের ইউটিউব চ্যানেলে রোহিত শর্মার দলকেই এগিয়ে রেখে বাসিত বলেছেন, 'ভারত ফেভারিট। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যদি পাকিস্তান জিতে যায়, এটা বড় একটা অঘটন হবে। আমাদের ক্রিকেট ইতিহাসের একেবারে নিম্নস্তরে রয়েছে।'

পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও (পিসিবি) ধুয়ে দিয়েছেন বাসিত। তার মতে, চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হিসেবে সফলতা পাওয়ার দিকেই কেবল নজর দিয়েছে বোর্ড। অথচ শক্তিশালী কোনো দল গঠনের দিকে তাদের নজর থাকেনি।

Comments

The Daily Star  | English
Government notification banning Awami League

Govt issues notification banning AL activities

A Public Security Division joint secretary confirmed the matter

48m ago