ইসরায়েলে তৈরি ভারতের ২৫ ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

ভারতের ড্রোন ভূপাতিত
করাচিতে ড্রোন ভূপাতিত হওয়ার পর মানূষের ভীড়। ছবি: এএফপি

প্রায় দুই দশকের মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সবচেয়ে বড় মাত্রার সহিংসতার ঘটনার পর আজ ২৫টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছে পাকিস্তান।

আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে এএফপি।

পাকিস্তানি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা দেশের বিভিন্ন অংশে 'এখন পর্যন্ত ২৫টি ইসরায়েলে নির্মিত হারোপ ড্রোন' গুলি করে ভূপাতিত করেছে। মূলত সামরিক অবকাঠামোর আশেপাশে এসব ড্রোন ভূপাতিত হয়।

পাকিস্তানি সেনাবাহিনীর মুখপাত্র আহমেদ শরিফ চৌধুরী রাওয়ালপিন্ডিতে অবস্থিত সেনা সদরদপ্তর থেকে বলেন, 'গতকাল রাতে, ভারত আবারও আগ্রাসী পদক্ষেপ নিয়ে বিভিন্ন অবস্থানে ড্রোন পাঠিয়েছে।'

'একটি ড্রোন লাহোরের কাছাকাছি অবস্থিত সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম হয়', যোগ করেন তিনি। এই ঘটনায় শহরে চার সেনা আহত হয়েছেন।

এর আগে তিনি জানিয়েছিলেন, ড্রোনবিরোধী অভিযান চলমান রয়েছে।

ড্রোন হামলায় সিন্ধু প্রদেশে এক বেসামরিক ব্যক্তি নিহত ও অপর একজন আহত হয়েছেন।

ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ দেখতে অনেক লোকজন ভিড় করেন।

ইসরায়েলে নির্মিত হারোপ ড্রোন। ফাইল ছবি: নির্মাতা আইএআই'র ওয়েবসাইট থেকে নেওয়া
ইসরায়েলে নির্মিত হারোপ ড্রোন। ফাইল ছবি: নির্মাতা আইএআই'র ওয়েবসাইট থেকে নেওয়া

আজ দিনভর লাহোরের বিভিন্ন অংশে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

বুধবার সকালে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন। গতকাল সীমান্তবর্তী এলাকায় রাতভর দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে।

উভয় পক্ষ মিলিয়ে বুধবার অন্তত ৪৫ ব্যক্তি নিহত হয়েছেন।

'শহীদদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে', জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেন শেহবাজ।

 

Comments

The Daily Star  | English

Govt slashes heart stent prices by up to Tk 88,000

Health ministry revises rates for US-made coronary stents to ease patient costs

12m ago