শেষ বেলায় সুয়ারেজ ঝলক, কোপায় তৃতীয় উরুগুয়ে

কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ২-২ গোলে ড্র হওয়ার পর পেনাল্টি শ্যুট আউটে ৪-৩ গোলে জিতেছে উরুগুয়ে।

শুরুতে গোল করে এগিয়ে গেলেও পরে দুই গোল করে ইতিহাস গড়ার কাছেই ছিলো কানাডা। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ে তাদের স্তব্ধ করে দলকে সমতায় ফেরান উরুগুয়ের অনেক জয়ের নায়ক লুইস সুয়ারেজ। এরপর টাইব্রেকার থেকে জয় তুলে নেয় উরুগুয়ে।

কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ২-২ গোলে ড্র হওয়ার পর পেনাল্টি শ্যুট আউটে ৪-৩ গোলে জিতেছে উরুগুয়ে।

রোববার বাংলাদেশ সময় সকালে কানাডার ইসমাইল কোনে ও আলফোনসো ডেভিস পেনাল্টি মিস করলেও উরুগুয়ে সবগুলো শটই ছিলো সফল। শেষ শট জালে জড়িয়ে সুয়ারেজ মাতেন আনন্দে। কোপা জিততে না পারলে স্বান্তনা পান তৃতীয় স্থান অর্জন করে।

এদিন খেলার ৮ মিনিটে রদ্রিগো বেনটেকারের গোলে এগিয়ে যায় উরুগুয়ে। ২২ মিনিটে সমতা আনেন কোনে।

সমান তালেই চলতে থাকে খেলা। ৮০ মিনিটে জনাথন ডেভিড গোল করলে ইতিহাস গড়ার স্বপ্ন প্রায় ধরা দিচ্ছিলো কানাডার। সুয়ারেজ সেই স্বপ্ন ধূলিসাৎ করে দেন শেষ মুহুর্তের গোলে। 

Comments