একবার, দুইবার না। ব্যাপারটা ঘটছে অহরহ। প্রায়ই ব্যাটিং ধসে ডুবছে বাংলাদেশ দল। ভালো খেলতে খেলতে আচমকা খেই হারিয়ে মুমিনুল হকরা হয়ে যাচ্ছেন দিশেহারা। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো এই ধসের কারণ খুঁজে পাচ্ছেন...
মুমিনুলের ভীষণ চাপের মধ্যে থাকা নিয়ে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর পাশাপাশি কথা বলেছেন নাজমুল হাসান পাপন।
মেহেদী হাসান মিরাজ কিংবা নাঈম হাসানের বিকল্প হওয়া দূরে থাক, প্রত্যাশার ধারেকাছেও ছিলেন না তিনি
ব্যাটে রান নেই, একের পর এক ব্যাটিং ধসে হারছে দল। টেস্ট অধিনায়ক মুমিনুল হক আছেন প্রবল চাপে। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো টের পাচ্ছেন এই চাপের মাত্রা।
মাত্র ৬১ টেস্টে দশবার ফিফটি ও ইনিংসে ৫ উইকেট নিলেন সাকিব আল হাসান।
নিরোশান ডিকভেলা দলের হয়ে কথা এসে এই উইকেটকেই বললেন টার্নিং পয়েন্ট।
দুই ইনিংস মিলিয়ে তাদের নয় ব্যাটার সাজঘরে ফেরেন রানের খাতা খোলার আগে।
শঙ্কাটা অবশ্য আগের দিনই তৈরি করেছিল বাংলাদেশ। প্রথম সারির চার উইকেট হারিয়ে ফেলে ১০ ওভার না যেতেই। শেষ দিনের প্রথম ঘণ্টায় যখন মুশফিকুর রহিম আউট হন, তখন যেন হারের প্রহর গুনছিল টাইগাররা। কিন্তু এরপর...
১৩৯ ওভার পর কেটেলব্রো বেরিয়ে গেলে মাসুদুর দায়িত্ব নেন টিভি আম্পায়ারের। নিয়ম অনুযায়ী একজন বিদেশি মাঠে থাকা বাধ্যতামূলক হওয়ায় উইলসন মাঠে প্রবেশ করেন ম্যাচ পরিচালনায়।
বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চতুর্থ দিনের লাঞ্চ পর্যন্ত ২৭ ওভারে ৬৭ রান তুলে বাংলাদেশ। শ্রীলঙ্কার ৩৯৭ রানের জবাবে ৩ উইকেটে ৩৮৫ রান তুলে বড় লিড নেওয়ার দিকে আছে স্বাগতিকরা। ১৮৮...
বাংলাদেশের হয়ে সবার আগে এক হাজার, দুই হাজার ও তিন হাজার রান করেন হাবিবুল বাশার সুমন। চার হাজার রানে প্রথম ছিলেন তামিম ইকবাল। পাঁচ হাজারে মুশফিক হলেন প্রথম।
প্রচণ্ড খরতাপের পর ভোররাতে চট্টগ্রামে নেমেছিল বৃষ্টি। সকাল পর্যন্ত চলা বৃষ্টিপাতে মাঠ ভেজা থাকায় বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু হতে দেরি হচ্ছে।
সংবাদ সম্মেলনে সিডন্স বলেছেন, চতুর্থ দিনের পুরোটা সময় ব্যাট করতে চায় বাংলাদেশ।
চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষে ৫ হাজার স্পর্শ করতে তামিম আছেন ১৯ রান দূরে, মুশফিক দূরে ১৫ রানে। দুজনই অপরাজিত। কিন্তু পেশির টানে চা-বিরতির পর মাঠ ছেড়ে দেওয়া তামিম ব্যাটিংয়ে নেই।
মঙ্গলবার টেস্টের তৃতীয় দিন ছিল বাংলাদেশের জন্য আলো ঝলমলে। এমন দিনে ‘দাগ’ হয়ে থাকল মুমিনুল ও নাজমুল হোসেন শান্তর ব্যাটিং।
সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় এখন শীর্ষে অবস্থান করছেন মুশফিক।
আগ্রাসী ঢঙে ব্যাট করে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছিলেন তামিম ইকবাল। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্টে পাঁচ হাজার রান স্পর্শ করার কিনারে চলে গিয়েছিলেন তিনি। কিন্তু প্রচণ্ড গরমে হাতের পেশিতে...
প্রশ্ন উঠেছে খরুচে বল করায় বিশ্বকে সরিয়ে কাসুন রাজিতাকে নামানো সফরকারীদের ট্যাকটিকাল মুভ কিনা?