ভেজা মাঠে খেলা শুরু হতে দেরি
প্রচণ্ড খরতাপের পর ভোররাতে চট্টগ্রামে নেমেছিল বৃষ্টি। সকাল পর্যন্ত চলা বৃষ্টিপাতে মাঠ ভেজা থাকায় বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু হতে দেরি হচ্ছে।
সকাল ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত মাঠ প্রস্তুতি শেষের দিকে। তবে এখনো আম্পায়াররা পর্যবেক্ষণ করছেন পরিস্থিতি। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট জানিয়েছেন, নির্ধারিত সময়ের আধাঘন্টা দেরিতে খেলা শুরু হবে সকাল সাড়ে ১০টায়।
চট্টগ্রাম টেস্টে প্রথম দিন বৃষ্টির শঙ্কা ছিল। কিন্তু তিনদিনেও বৃষ্টি আর কোন বাধা হয়নি। বরং প্রচণ্ড গরমে ভুগেছেন ক্রিকেটাররা। বুধবার সকালে থেমে থেমেই চট্টগ্রামে হয়েছে মাঝারি বৃষ্টি। সাড়ে নয়টার পর থেকে আর কোন বৃষ্টিপাত হয়নি। তবে ভেজা আউটফিল্ড ঠিক করতে মাঠকর্মীদের দরকার ছিল খানিকটা সময়।
চট্টগ্রাম টেস্টে বেশ শক্ত অবস্থানে আছে বাংলাদেশ। শ্রীলঙ্কার ৩৯৭ রানের জবাবে ৩ উইকেটে ৩১৮ রান করে ফেলেছে স্বাগতিকরা। চতুর্থ দিনে বাংলাদেশের সামনে বড় লিড নেওয়ার সুযোগ।
Comments