এবার এশিয়া কাপের শ্রীলঙ্কা পর্বে প্রতি ম্যাচেই ছিল বৃষ্টির শঙ্কা। এই খেলা শুরু হয় তো এই নামে বৃষ্টি। ক্যান্ডি ও কলম্বোর মাঠকর্মীদের তাই পার করতে হয় ব্যস্ত সময়। শেষ পর্যন্ত টুর্নামেন্টটা শেষ করতে...
রোববার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে দুই দলের মিলিয়ে খেলা হলো স্রেফ ২১.১ ওভার। ১৫.২ ওভারে মাত্র ৫০ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। ওই রান তুলতে ৩৭ বলের বেশি খেলতে হয় ইশান কিশান আর...
ওয়ানডে ক্যারিয়ারে এবারই প্রথম ৫ উইকেটের স্বাদ নিয়েছেন সিরাজ।
মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া আর জাসপ্রিট বুমরাহর তোপে মাত্র ৫০ রানেই থেমে গেছে শ্রীলঙ্কা। ব্যাট করতে পেরেছে স্রেফ ১৫.১ ওভার।
সিরাজ হয়ে উঠলেন বিধ্বংসী। এক ওভারেই নিলেন ৪ উইকেট। পরের ওভারে নিলেন আরেকটি
রোববার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বড় মঞ্চে টস জিতলে ভারতের অধিনায়ক রোহিত শর্মাও জানান, তিনিও ব্যাট করতেই চাইতেন।
এশিয়া কাপের ফাইনালে এই নিয়ে নবমবারের মতো পরস্পরকে মোকাবিলা করতে যাচ্ছে ভারত ও শ্রীলঙ্কা।
সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে দলে ডাকা হয়েছে ওয়াশিংটন সুন্দরকে।
ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে দলের সঙ্গে এশিয়া কাপ খেলতে যেতে না পারা লিটন দাস পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছিলেন। তার বদলে নেওয়া হয়েছিল এনামুল হক বিজয়কে
রান তাড়ায় রোহিত শর্মা ও শুবমান গিল কোনো সুযোগ দিলেন না প্রতিপক্ষকে।
বিসিবি সূত্রে জানা গেছে আজ রাত ৯টায় কাতার এয়ারওয়েজে লিটনের ফ্লাইট ঠিক করা হয়েছে। কাতারের দোহা থেকে তিনি ধরবেন লাহোরের ফ্লাইট।
গত ২৭ অগাস্ট এশিয়া কাপ খেলতে যায় বাংলাদেশ দল। কিন্তু জ্বরে পড়ে লিটন যেতে পারেননি। তার সুস্থ হওয়ার অপেক্ষা করা হয়। কিন্তু গ্রুপ পর্বের দুই ম্যাচ খেলার সম্ভাবনা না থাকায় তার বদলে পাঠানো হয় বিজয়কে।
ওপেনিংয়ে নামলে মেহেদী হাসান মিরাজকে সামলাতে হবে শাহিন আফ্রিদিকে। তবে তা নিয়ে একদমই চিন্তিত না তিনি।
শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচে যাই হোক না কেন গ্রুপে বাংলাদেশ সেরা দুই দলের ভেতরেই থাকছে।
সেঞ্চুরির পাশাপাশি বোলিংয়ে একটি উইকেট নিয়েও অবদান রাখেন মিরাজ।
আফগানিস্তানকে রানে ৮৯ রানে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের ৫ উইকেটে ৩৩৪ রানের জবাবে আফগানরা গুটিয়ে যায় ২৪৫ রানে।
আফগান বোলিং আক্রমণের ওপর চড়াও হয়ে বেশ কিছু কীর্তি গড়েছে বাংলাদেশ।