‘কোন বোলার নিয়ে চিন্তিত না’, শাহিন-হারিসদের সম্পর্কে মিরাজ

মেহেদী হাসান মিরাজ

সুপার ফোর নিশ্চিত হওয়ার পর লাহোরেই আরেকটি ম্যাচ পাচ্ছে বাংলাদেশ। তবে এবার প্রতিপক্ষ আরও কঠিন, পরীক্ষা আরও বড়। স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হতে হবে সাকিব আল হাসানদের। ওপেনিংয়ে নামলে মেহেদী হাসান মিরাজকে সামলাতে হবে শাহিন আফ্রিদিকে। তবে তা নিয়ে একদমই চিন্তিত না তিনি।

আফগানিস্তানের বিপক্ষে রোববার ১১২ রানের স্মরণীয় ইনিংস খেলেন মিরাজ। তার সঙ্গে নাজমুল হোসেন শান্ত করেন ১০৪ রান। যাতে করে ৩৩৪ রান করে প্রতিপক্ষকে ৮৯ রানে গুঁড়িয়ে দেয় বাংলাদেশ, শঙ্কা উড়িয়ে নিশ্চিত করে ফেলে সুপার ফোর।

ম্যাচ সেরা হয়ে সংবাদ সম্মেলনে আসা মিরাজকে ঘিরে ধরেন পাকিস্তানের সাংবাদিকরা। বাংলাদেশের কোন সাংবাদিক উপস্থিত না থাকায় সব প্রশ্নই হয় ইংরেজিতে। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল পরের ম্যাচের প্রতিপক্ষ পাকিস্তান প্রসঙ্গ।

এক সাংবাদিক জানতে চান, পাকিস্তানের দুর্দান্ত পেস আক্রমণ সামলাতে কতটা প্রস্তুত তারা। মিরাজ জানান যেকোনো বোলারকেই সামলাতে তৈরি আছেন তিনি নিজে,

'আমি সব সময় যেকোনো বোলারদের সামলাতে প্রস্তুত। এটা আমার জন্য নতুন যাত্রা (ওপেনিংয়ে)। যদি টিম ম্যানেজমেন্ট যদি সুযোগ দেয় আমি সেখানে খেলার জন্য সামর্থ্য রাখি পরের ম্যাচে।'

পরে আরেকজন নির্দিষ্ট করে জিজ্ঞেস করেন শাহিন আফ্রিদির কথা। নতুন বলে নিয়মিত উইকেট পান পাকিস্তানের বাঁহাতি পেসার। তিনি কতটা ভয়ঙ্কয় হয়ে দেখা দিতে পারেন? মিরাজ জানান তাকে কেন কাউকে নিয়েই চিন্তা নেই তার,  'আমি কোন বোলারকে নিয়ে চিন্তিত না (শাহিন আফ্রিদির সম্পর্কে) । আমি ক্রিজে গিয়ে ভালো খেলতে চাই। এটা আমার জন্য দারুণ সুযোগ পরের ম্যাচেও। ওপেনিং না হলেও হয়ত টপ অর্ডারে খেলতে পারি। ওপেন করতে পারলে টপ অর্ডারেও খেলতে পারব।'

আগামী বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

Comments

The Daily Star  | English

‘Shockingly insufficient’

"The proposed decision to allocate USD 250 billion per year for all developing countries is shockingly insufficient," said the adviser

6h ago