দলে যোগ দিতে রাতের ফ্লাইটে রওয়ানা হচ্ছেন লিটন
ভাইরাস জ্বর থেকে সেরে উঠার পর এশিয়া কাপ স্কোয়াডে যোগ দিচ্ছেন লিটন দাস। আজ রাত ৯টার ফ্লাইটে দোহা হয়ে লাহোর যাবেন তিনি।
এশিয়া কাপে সুপার ফোর নিশ্চিত হওয়ার পরই লিটনকে উড়িয়ে নেওয়ার পরিকল্পনা হয়। বিসিবি সূত্রে জানা গেছে আজ রাত ৯টায় কাতার এয়ারওয়েজে লিটনের ফ্লাইট ঠিক করা হয়েছে। কাতারের দোহা থেকে তিনি ধরবেন লাহোরের ফ্লাইট। মঙ্গলবার দলের সঙ্গে যুক্ত হবেন এই তারকা।
গত ২৭ অগাস্ট এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কায় যায় বাংলাদেশ দল। কিন্তু জ্বরে পড়ে লিটন দলের সঙ্গে যেতে পারেননি। তার সুস্থ হওয়ার অপেক্ষা করা হয়। কিন্তু গ্রুপ পর্বের দুই ম্যাচ খেলার সম্ভাবনা না থাকায় তাকে রুলড আউট করে পাঠানো হয় এনামুল হক বিজয়কে।
আফগানিস্তানকে গুঁড়িয়ে গ্রুপ পর্ব পেরিয়ে বাংলাদেশের সুপার ফোর এখন কার্যত নিশ্চিত। সেখানে ভারত-পাকিস্তানের মতো দলের বিপক্ষে আছে লড়াই। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু সকালে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, দলে আরও কিছু চোট সমস্যা আছে। সব মিলিয়ে লিটনকে পাঠানো নিয়ে আলাপ করছেন তারা, 'লিটন সুস্থ আছে। তাকে পাঠানো যায় কিনা সেটা নিয়ে আমরা আলাপ করছি। কারণ ওখানেও অনেকগুলো খেলোয়াড়ের ইনজুরি কনসার্ন আছে।'
লিটনের ফ্লাইট শিডিউল চূড়ান্ত হয়ে গেলেও তিনি কার বদলে খেলতে যাচ্ছেন তা আনুষ্ঠানিকভাবে এখনো জানায়নি বিসিবি। সব কিছু ঠিক থাকলে সুপার ফোরে আগামী বুধবার লাহোরে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
Comments