এশিয়া কাপ ২০২৩

নাঈমের সমালোচকদের পাল্টা আক্রমণ করলেন নির্বাচক রাজ্জাক

ছবি: সম্পাদিত

চলমান এশিয়া কাপে বাংলাদেশের এখন পর্যন্ত খেলা চার ম্যাচের সবকটিতে ওপেনিং পজিশনে খেলেছেন নাঈম শেখ। তবে একদমই ভালো করতে পারেননি। বড় ইনিংস খেলতে ব্যর্থতা, স্ট্রাইক রেটের মন্থরতা ও দৃষ্টিকটুভাবে আউটের কারণে প্রবল সমালোচনা হচ্ছে তাকে নিয়ে। এমন পরিস্থিতিতে অবশ্য আব্দুর রাজ্জাককে পাশে পেলেন তিনি। বাঁহাতি এই ব্যাটারের সমালোচনাকারীদের উল্টো সমালোচনা করলেন বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক।

সোমবার ছিল বাংলাদেশের অনুশীলন বিরতির দ্বিতীয় দিন। এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কায় কলম্বোয় বাংলাদেশ দল যে হোটেলে অবস্থান করছে, সেখানে জড়ো হন গণমাধ্যমকর্মীরা। সেখানে বাংলাদেশ দলের সার্বিক পারফরম্যান্স এবং কিছু খেলোয়াড়ের টানা ব্যর্থতা নিয়ে করা প্রশ্নগুলোর জবাবে পাল্টা আক্রমণ করেন সাবেক ক্রিকেটার রাজ্জাক।

বাংলাদেশ দলের নির্বাচক কমিটির সদস্য রাজ্জাকের মতে, নাঈমের ব্যাপারে না বুঝেই সমালোচনা চলছে, 'সমালোচনা তো থাকবেই। আপনারা তো সমালোচনার জন্যই আছেন, সমালোচনা তো করবেনই। কিন্তু বুঝলে সমালোচনা করার কথা না। এখন না বুঝে করলে খুব একটা কিছু বলার নাই।'

চলতি আসরে চার ম্যাচে ২১.২৫ গড়ে নাঈমের রান মাত্র ৮৫। ওপেনিং ব্যাটার হয়েও তার স্ট্রাইক রেট বেহাল, স্রেফ ৬৭.৪৬। সিঙ্গেল-ডাবল নেওয়ার ক্ষেত্রে ভীষণ সংগ্রাম করতে দেখা গেছে তাকে। নাঈম যে প্রত্যাশা পূরণ করতে পারছেন না, সেটা অবশ্য মেনে নেন রাজ্জাক, 'তার অতীত রেকর্ড যে খুব একটা খারাপ তা না। যখন আন্তর্জাতিক আঙিনায় সে পরিচিত হয়েছে, তখন সে অতটা খারাপ ছিল না। এখন যেরকম খেলছে... একটা সময় সে ভালো সময় কাটিয়েছে প্রিমিয়ার লিগে। এই মুহুর্তে আমরা বা ও যে রকম আশা করছে, সেরকম হয়তো হচ্ছে না। তার মানে এই না যে ওকে ছুঁড়ে ফেলা হবে, ওর উপর চাপ তৈরি করা হবে। একটা খেলোয়াড় যখন জাতীয় দলে খেলে বা অন্য যেকোন পর্যায়ে খেলে... সে খারাপ খেললে কিন্তু নিজেই বুঝে। এতভাবে ওকে বুঝায়ে দেওয়ার প্রয়োজন হয় না। হ্যাঁ, জাতীয় দলে থাকলে চাপ নিতে হবে, সমালোচনা হবে, অনেকে কথা বলবে। আমার মনে হয়, সমালোচনা যেমন করা হয়, একইভাবে ভালো খেললে প্রশংসা করা উচিত।'

সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন নাঈম। তাকে যেভাবে সমালোচনা করা হচ্ছে, সেই ধরনটাকে ভুল মনে করেন সাবেক বাঁহাতি স্পিনার রাজ্জাক, 'আমার কাছে মনে হয়, একটু বেশিই করা হয় (সমালোচনা)। কারণ, আমি নিশ্চিত যে যারা সমালোচনা করছে তারা কিন্তু বাংলাদেশের বাইরের কেউ না। সবাই হয়তো ভালো চায় বাংলাদেশের কোনো না কোনো দিক থেকে। আমার কাছে মনে হচ্ছে, সমালোচনার পথটা একটু ভুল হচ্ছে। একটা ছেলেকে শুধু শুধু... আমি শুনেছি তাকে নিয়ে যা-তা বলা হচ্ছে।'

কোনো খেলোয়াড়কে জাতীয় দলে নেওয়ার পর ভালো না করলে কোচ, অধিনায়ক, বিসিবি নাজমুল হাসান পাপন ও নির্বাচকদের দোষী করার বিষয়টি বোধগম্য নয় রাজ্জাকের, '(জাতীয় দলে) না নেওয়ার মতো তো কোনো কিছু সে করেনি। জাতীয় দলে খেলার মতো কাজই সে করেছে। এখানে সে ক্লিক (ভালো) করতে পারেনি। ক্লিক (ভালো) না করলে হয় নির্বাচকদের দোষ অথবা বোর্ড সভাপতির দোষ অথবা অধিনায়কের দোষ অথবা কোচের দোষ। তো আমরা কেন এত দোষ খুঁজি, বুঝি না।'

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Banning party activities: Govt amends anti-terror law

Activities of certain entities, and activities supporting them can now be banned

1h ago