বাংলাদেশের নতুন আন্তর্জাতিক মাস্টার নীড়

ছবি: সংগৃহীত

ফিদে মাস্টার থেকে বাংলাদেশের নতুন আন্তর্জাতিক মাস্টার হলেন দাবাড়ু মনন রেজা নীড়। আন্তর্জাতিক মাস্টার হওয়ার জন্য অন্তত ২৪০০ রেটিংয়ের পাশাপাশি প্রয়োজনীয় তিনটি নর্মের তৃতীয়টি অর্জন করলেন তিনি।

বর্তমানে হাঙ্গেরির বুদাপেস্টে চলমান গ্র্যান্ডমাস্টার 'এ' প্রতিযোগিতায় খেলছেন ১৪ বছর বয়সী নীড়। নয় রাউন্ডের এই প্রতিযোগিতার আট রাউন্ড শেষে তিনি ৬ পয়েন্ট অর্জন করেছেন। শুক্রবার অষ্টম রাউন্ডে তিনি হারিয়েছেন ভারতের আন্তর্জাতিক মাস্টার সাম্বিত পান্ডাকে। এই জয়ে তৃতীয় নর্ম পাওয়া নিশ্চিত হয়েছে তার।

আগের দুটি নর্মের প্রথমটি নীড় পেয়েছিলেন গত এপ্রিলে অনুষ্ঠিত ব্যাংকক চেস ক্লাব ওপেনে। এরপর জুলাইতে ৪৮তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে লাভ করেন দ্বিতীয়টি। তার রেটিং এখন ২৪১৯। তিনি ফিদে মাস্টার হয়েছিলেন গত বছর।

গ্র্যান্ডমাস্টার হওয়ার স্বপ্ন দেখতে থাকা নীড়ের শেষ রাউন্ডের প্রতিপক্ষ হাঙ্গেরির ফিদে মাস্টার পাস্তর বালাস। তাকে হারাতে পারলে লক্ষ্য পূরণের পথে এক ধাপ এগিয়ে যাবেন তিনি। অর্জন করবেন গ্র্যান্ডমাস্টার হওয়ার জন্য দরকারি তিনটি নর্মের প্রথমটি।

বাংলাদেশ দাবা ফেডারেশনের সদস্য মাহমুদা মলি হাঙ্গেরি থেকে মুঠোফোনে দ্য ডেইলি স্টারকে বলেছেন, 'নীড় অষ্টম রাউন্ডের খেলায় জয়লাভ করার পর তার আন্তর্জাতিক মাস্টার খেতাব অর্জন করেছে। শেষ রাউন্ডের ম্যাচে প্রতিপক্ষকে হারাতে পারলে সে জিএম নর্মও অর্জন করতে পারবে।'

নীড়কে নিয়ে বাংলাদেশে দাবার আন্তর্জাতিক মাস্টারের সংখ্যা বেড়ে হলো পাঁচ। বাকি চারজন হলেন জিল্লুর রহমান, আবু সুফিয়ান, মিনহাজ উদ্দিন ও ফাহাদ রহমান। ফাহাদ ইতোমধ্যে একটি জিএম নর্ম পেয়েছেন। তিনিও হাঙ্গেরির এই প্রতিযোগিতায় খেলছেন।

Comments

The Daily Star  | English

Opening aid corridors, leasing out ports not this govt's job: Tarique

"It seems that the interim government is prioritising providing corridors or handing over port management to foreign entities. We want to make it clear that the government elected by the people will make decisions regarding corridor or leasing out port management."

1h ago