কাসপারভের রেকর্ড ভেঙে দাবার সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের ডোমারাজু
চীনের ডিং লিরেনকে হারিয়ে করে ভারতীয় তরুণ প্রতিভা গুকেশ ডোমারাজু বিশ্বের সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ভেঙ্গে দিয়েছেন কিংবদন্তি দাবাড়ু গ্যারি কাসপারভের রেকর্ড।
বৃহস্পতিবার সিঙ্গাপুরে ৩২ বছর বয়েসী ডিং লিরেন এক পর্যায়ে হাল ছেড়ে দিলে বাজিমাত করেন ১৮ বছরের তরুণ ডোমারাজু। আন্তর্জাতিক দাবা ফেডারেশন তাদের এক্স সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি পোস্টে বলেছে, '১৮ বছর বয়সী গুকেশ ডোমারাজু "ইতিহাসের সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন" হয়েছেন।
Gukesh D is the YOUNGEST WORLD CHAMPION in history! pic.twitter.com/MYShXB5M62
— International Chess Federation (@FIDE_chess) December 12, 2024
বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার বুঝতে পেরে ডোমারাজু কান্নায় ভেঙে পড়েন, মুখ ঢেকে ফেলেন দুই হাতে। তৈরি হয় আবেগঘন পরিবেশ। এদিন ডিং, এন্ডগেমে একটি ভুল করে ফেললে তার প্রতিদ্বন্দ্বী দারুণ সুযোগ লুফে নিয়ে রেকর্ড গড়ে ফেললেন।
খেলা দেখার জন্য ভারত থেকে আসা অনেক ভক্ত এবং সিঙ্গাপুরের ভারতীয় বংশোদ্ভূত লোকজন অবস্থিত ভিউয়িং রুমগুলিতে উচ্ছ্বসিত হয়ে উঠেন। ডোমারাজু দ্বিতীয় ভারতীয় হিসেবে দাবার বিশ্বসেরার মুকুট পরলেন। এর আগে ভারতের হয়ে দাবায় বিশ্ব সেরা হওয়ার নজির ছিল বিশ্বনাথন আনন্দের। আনন্দ দাবায় চ্যাম্পিয়ন হন পাঁচবার।
ডোমারাজুর জয়ে টুইট করে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই তরুণকে নিয়ে তুমুল মাতামাতি হচ্ছে ভারতের ক্রীড়া জগতে।
Comments