আইপিএল ২০২৫

ইডেনে দুইশোর নিচে করে জেতা যায় না: রাহানে

ajinkya rahane

প্রথম ওভারেই কুইন্টেন ডি ককের উইকেট হারিয়ে ধাক্কা খায় কলকাতা নাইট রাইডার্স। তবে আজিঙ্কা রাহানের উত্তাল ব্যাট সেই ধাক্কা সামলে দলকে দেখায় দুইশো ছাড়ানোর পথ। যদিও হুট করে পথ হারিয়ে পরে আর দুইশোর কাছেও যেতে পারেনি তারা, জমাতে পারেনি লড়াই। পরে হারের কারণ ব্যাখ্যা করেন কলকাতার নতুন অধিনায়ক রাহানে।

এমনিতে রাহানে ভারতের ক্রিকেটে টেস্টের জন্যই ছিলেন পরিচিত নাম। তবে সাম্প্রতিক সময়ে তিনি শিখে নিয়েছেন কুড়ি ওভারের তালও। সৈয়দ মুশতাক আলি ট্রফিতে মুম্বাইর হয়ে আলো কাড়া রাহানে আইপিএলের শুরুটাও করেন দারুণ, যদিও তার দলকে প্রথম ম্যাচ হারতে হয়েছে।

শনিবার আইপিএলের উদ্বোধনী ম্যাচে ইডেন গার্ডেন্সে রাহানের ৩১ বলে ৫৬ রানের ইনিংসে ভর করে ১৭৪ রান করে কলকাতা, জবাবে ৩ উইকেট হারিয়ে ২২ বল আগেই ম্যাচ শেষ করে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৩৬ বলে ৫৯ রানের অপরাজিত ফিফটিতে খেলা শেষ করেন বিরাট কোহলি।

ডি কক আউটের পর নারাইনের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে ১০৩ রান যোগ করেন রাহানে। সেই রানও আসে স্রেফ ৫৬ বলে। ২৬ বলে ৪৪ করে নারাইনের বিদায়র পর পর থামেন রাহানেও। এরপর দ্রুত পতন আসে তাদের ইনিংসে।

হারের কারণ ব্যাখ্যায় রাহানে বলেন, '১৩ ওভার পর্যন্ত খুব ভাল ব্যাট করছিলাম। কিন্তু তারপর থেকে দ্রুত দুই-তিন উইকেট পড়ে গেল। সেখানে খেলা ঘুরে গেল। পরের ব্যাটারেরা তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করলেও পারেনি।'

প্রথম ১০ ওভারে একশো ছাড়ানোর পর দুইশো ছাড়িয়ে যাওয়া খুব সম্ভব মনে হচ্ছিলো রাহানের, 'যখন আমি আর ভেঙ্কটেশ ব্যাট করছিলাম, তখন ২০০-২১০ রান করার কথা ভাবছিলাম। কিন্তু পর পর কয়েকটা উইকেট পড়ায় রান তোলার গতি কমে যায়। ইডেনে ২০০ রানের বেশি না করলে জেতা যায় না। সেটাই হয়েছে।'

রান তাড়ায় কখনই চাপে পড়েনি বেঙ্গালুরুর। কোহলি আর ফিল সল্ট মিলে ওপেনিং জুটিতেই তুলেন ৯৫ রান। পাওয়ার প্লের ৬ ওভারেই আসে ৮০ রান। রাহানে তফাৎ দেখেন সেখানে, 'পাওয়ার প্লেতে ওরা খুব ভাল ব্যাট করেছে, লক্ষ্য বড় না হওয়ায় ওদের জন্য কাজটা সহজ হয়েছে।'

গতবারের চ্যাম্পিয়নরা প্রথম ম্যাচ হারলেও তাতে শঙ্কার কিছু দেখছে না। আগামী ২৬ মার্চ গৌহাটিতে রাজস্থান রয়্যালসকে হারিয়ে জয়ে ফিরতে চায় তারা।

Comments

The Daily Star  | English
Bangladeshi migrants workers rights in Malaysia

Migrants in Malaysia: Worker faces deportation after speaking up

Nearly 200 workers then began a strike on Friday, he said, requesting not to be named for fear of backlash.

6h ago