চ্যাম্পিয়ন্স ট্রফি

আরেকটি লড়াইবিহীন হারে বাংলাদেশের বিদায়

ছবি: এএফপি

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকতে জয়ের কোনো বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। এমন পরিস্থিতিতে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ২৩৬ রানের সাদামাটা পুঁজি গড়ল তারা। সেই সংগ্রহ নিয়ে বোলাররাও দারুণ কোনো লড়াই দেখাতে পারলেন না। রাচিন রবীন্দ্রর অনবদ্য সেঞ্চুরিতে ২৩ বল হাতে রেখে ৫ উইকেটে জিতল নিউজিল্যান্ড। এক ম্যাচ বাকি থাকতেই টুর্নামেন্ট থেকে বিদায় ঘণ্টা বেজে গেল নাজমুল হোসেন শান্তর দলের।

নিজেরা সেমিফাইনাল নিশ্চিত করার পাশাপাশি ভারতকেও সঙ্গে নিল নিউজিল্যান্ড। উভয়ের অর্জন দুই ম্যাচে পূর্ণ ৪ পয়েন্ট। অন্যদিকে, বাংলাদেশের পাশাপাশি প্রথম রাউন্ড থেকে ছিটকে গেল চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ও বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান। টানা দুই হারে উভয়ের নামের পাশে পয়েন্ট শূন্য।

বাংলাদেশের বিদায়, সেমিতে নিউজিল্যান্ড

৪৭তম ওভার করতে আসা রিশাদ হোসেনের বলে চার মারলেন মাইকেল ব্রেসওয়েল। জয় নিশ্চিত হয়ে গেল নিউজিল্যান্ডের। তারা নাম লেখাল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে। অন্যদিকে, হতাশাজনক পারফরম্যান্সে টুর্নামেন্ট শেষ হয়ে গেল বাংলাদেশের।

নিউজিল্যান্ডের পক্ষে ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকিয়ে ১০৫ বলে ১১২ রানের দুর্দান্ত ইনিংস খেললেন রাচিন রবীন্দ্র। তাকে যোগ্য সঙ্গ দিলেন টম ল্যাথাম ৭৬ বলে ৫৫ রান করে। তাদের আগে বল হাতে ঝলক দেখানো ব্রেসওয়েল জিতলেন ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার। এই অলরাউন্ডার অফ স্পিনে ১০ ওভারে মাত্র ২৬ রান খরচায় নিলেন ৪ উইকেট।

আরেকবার ব্যাটিংয়ে দুর্দশায় পড়া বাংলাদেশের প্রাপ্তি নাজমুল হোসেন শান্তর ফিফটি। যদিও অধিনায়ক খেললেন ধীরগতির ইনিংস। ৭৭ রান করতে লাগল ১১০ বল। এছাড়া, জাকের আলি অনিক করলেন ৫৫ বলে ৪৫ রান। বোলিংয়ে একটি করে উইকেট পেলেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও রিশাদ হোসেন।

রানআউট হয়ে থামলেন ল্যাথাম

সঙ্গী হারিয়ে বেশিক্ষণ টিকলেন না টম ল্যাথাম। দ্রুত রান নেওয়ার চেষ্টায় রানআউট হলেন তিনি। মিডঅন থেকে দুর্দান্ত সরাসরি থ্রোতে স্টাম্প ভেঙে দিলেন মাহমুদউল্লাহ। ল্যাথাম থামলেন ৭৬ বলে তিনটি চারে ৫৫ রান করে। ৪২ ওভারে নিউজিল্যান্ড রান ৫ উইকেটে ২১৪। জয়ের জন্য ৮ ওভারে আর মাত্র ২৩ রান দরকার তাদের। ক্রিজে দুই নতুন ব্যাটার গ্লেন ফিলিপস ও মাইকেল ব্রেসওয়েল।

অবশেষে রাচিন আউট, ল্যাথামের ফিফটি

১০৫ বলে ১১২ রানের ঝলমলে ইনিংস খেলে অবশেষে বিদায় নিলেন রাচিন রবীন্দ্র। তার ইনিংসে চার ১২টি ও ছক্কা একটি। লেগ স্পিনার রিশাদ হোসেনকে উড়িয়ে মারতে গিয়ে সীমানার কাছে বদলি ফিল্ডার পারভেজ হোসেন ইমনের তালুবন্দি হলেন। ১৩৬ বলে ১২৯ রানের বড় জুটি ভাঙতে পারল বাংলাদেশ। তবে ক্ষতি যা হওয়ার ইতোমধ্যে তা হয়ে গেছে বলা যায়।

একই ওভারে ফিফটি স্পর্শ করলেন টম ল্যাথাম। সেজন্য তার লাগল ৭১ বল। জয়ের পথে থাকা নিউজিল্যান্ডের রান ৩৯ ওভারে ৪ উইকেটে ২০৫। ক্রিজে নতুন ব্যাটার গ্লেন ফিলিপস।

এবার রাচিনের ক্যাচ ফেললেন মাহমুদউল্লাহ

৩৮তম ওভারের প্রথম বলে তৃতীয়বারের মতো জীবন পেলেন রাচিন রবীন্দ্র। ব্যক্তিগত ১০৫ রানে থাকাকালীন মোস্তাফিজুর রহমানের বলে মিড অনে তার সহজ ক্যাচ ফেলে দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। একেবারে হাতের কাছেই গেল বল। কিন্তু দুবার চেষ্টা করেও বল লুফে নিতে পারলেন না বাংলাদেশের অভিজ্ঞ খেলোয়াড়। ৩৮ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ২০০ রান।

ছবি: এএফপি

অসাধারণ ব্যাটিংয়ে রাচিনের সেঞ্চুরি, জুটির শতরান

নিউজিল্যান্ডের দ্রুত ২ উইকেট পড়ার পর ক্রিজে আসেন রাচিন রবীন্দ্র। চাপ এড়িয়ে স্বাচ্ছন্দ্যে ব্যাট করে তিনি খেলছেন দায়িত্বশীল ইনিংস। যদিও দুবার জীবন পেয়েছেন। ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির স্বাদ নিলেন তিনি। ব্যক্তিগত মাইলফলক স্পর্শ করলেন ৯৫ বলে। তার ইনিংসে চার ১১টি ও ছক্কা একটি।

ইতোমধ্যে পূর্ণ হয়েছে রাচিন ও টম ল্যাথামের অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটির শতরান। সেজন্য লেগেছে ১১২ বল। ল্যাথাম ৬০ বলে ৩৮ রানে খেলছেন। ৩৫ ওভারে কিউইদের সংগ্রহ ৩ উইকেটে ১৭৭ রান। জয়ের সুবাস পেতে শুরু করেছে তারা। বাকি ৯০ বলে তাদের দরকার আর ৬০ রান। হতাশা ক্রমেই বাড়ছে বাংলাদেশের।

আবার জীবন পেলেন রাচিন

জুটি ভাঙার সুযোগ লুফে নিতে পারল না বাংলাদেশ। হতাশা বাড়ল তাদের। ব্যক্তিগত ২৫ রানে রানআউট থেকে বেঁচে যাওয়া রাচিন রবীন্দ্র আবার জীবন পেলেন ৯৩ রানে। তৃতীয় স্পেলে ফেরা নাহিদ রানার বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে গেল নিচু কঠিন ক্যাচ। বল হাতে নিলেও মুঠোয় রাখতে পারলেন না ফিল্ডার মেহেদী হাসান মিরাজ। ৩৩ ওভারে নিউজিল্যান্ডের রান ৩ উইকেটে ১৬৫।

রাচিন-ল্যাথামের জুটিতে এগোচ্ছে নিউজিল্যান্ড

রাচিন রবীন্দ্র ও টম ল্যাথামের জুটির পঞ্চাশ পূর্ণ হলো ৬৫ বলে। নিউজিল্যান্ডকে বাংলাদেশের ছুড়ে দেওয়া ২৩৭ রানের লক্ষ্যের দিকে এগিয়ে নিচ্ছেন তারা।

২৯ ওভার শেষে কিউইদের সংগ্রহ ৩ উইকেটে ১৪৬ রান। ফিফটি তুলে নিয়ে রাচিন খেলছেন ৮০ বলে ৮৪ রানে। ল্যাথামের রান ৩৯ বলে ২৩। দুজনের অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটির সংগ্রহ ৮০ বলে ৭৪ রান। জয়ের জন্য কিউইদের দরকার বাকি ২১ ওভারে ৯১ রান।

ম্যাচে ফিরতে বাংলাদেশের দ্রুত উইকেট নেওয়ার বিকল্প নেই। জুটি ভাঙার লক্ষ্যে আগের ওভারে বোলিংয়ে আসেন নাজমুল হোসেন শান্ত। টাইগার অধিনায়কের নিজের ওপর ধরা বাজি কাজে লাগেনি। রবীন্দ্রর ব্যাটে চার-ছক্কা হজমসহ মোট ১২ রান দেন তিনি।

নিউজিল্যান্ডের দলীয় শতরান

২২তম ওভারের প্রথম বলে দলীয় শতরান পূর্ণ করল নিউজিল্যান্ড। তাদের প্রথম পঞ্চাশ এসেছিল ৫৭ বলে, পরের পঞ্চাশ এলো ধীরগতিতে ৭০ বলে। ওভার শেষে কিউইদের সংগ্রহ ৩ উইকেটে ১০৩ রান। ক্রিজে রাচিন রবীন্দ্র আস্থার সঙ্গে খেলছেন ৫৭ বলে ৫৪ রানে। টম ল্যাথাম অপরাজিত আছেন ২০ বলে ১৪ রানে। জয়ের জন্য কিউইদের ২৮ ওভারে চাই আরও ১৩৪ রান।

ছবি: এএফপি

রবীন্দ্রর ফিফটি

আক্রমণে ফিরে তাসকিন আহমেদের করা ২১তম ওভারের দ্বিতীয় বলে সোজাসুজি চার মারলেন রাচিন রবীন্দ্র। ফিফটি পূরণ করলেন চোট কাটিয়ে একাদশে ঢোকা কিউই ব্যাটার। ব্যক্তিগত মাইলফলকে যেতে তার লাগল ঠিক ৫০ বল। তার সাবলীল ইনিংসে বাউন্ডার ছয়টি। ওয়ানডেতে এটি নিউজিল্যান্ডের ব্যাটারের পঞ্চম হাফসেঞ্চুরি।

কনওয়েকে বোল্ড করে জুটি ভাঙলেন মোস্তাফিজ

উইকেটের খোঁজে থাকা বাংলাদেশ পেল সাফল্য। নিউজিল্যান্ডের জমে ওঠা তৃতীয় উইকেট জুটি ভাঙলেন দারুণ বোলিং করতে থাকা মোস্তাফিজুর রহমান। ডেভন কনওয়ে পরাস্ত হলেন বাঁহাতি পেসারের স্লোয়ার ডেলিভারিতে। কিউই ওপেনারের ব্যাট ছুঁয়ে মাটিতে ড্রপ পড়ে বল আঘাত করল স্টাম্পে। ভাঙল রাচিন রবীন্দ্রর সঙ্গে তার ৭৩ বলে ৫৭ রানের জুটি। কনওয়ে ফিরলেন ৪৫ বলে পাঁচটি চারে ৩০ রানে। ১৬ ওভারে কিউইদের সংগ্রহ ৩ উইকেটে ৭৪ রান। ক্রিজে নতুন ব্যাটার টম ল্যাথাম।

রাচিনকে রানআউটের সুযোগ হাতছাড়া

রাচিন রবীন্দ্রকে রানআউটের সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ। বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের করা দ্বাদশ ওভারের দ্বিতীয় বলে সিঙ্গেল নিতে চেয়েছিলেন তিনি। তাকে ফেরত পাঠান নন স্ট্রাইক প্রান্তে থাকা ডেভন কনওয়ে। তবে বেশ কাছ থেকেও সরাসরি থ্রোতে স্টাম্প ভাঙতে পারলেন না ফিল্ডার তানজিদ হাসান তামিম। উল্টো ওভারথ্রোতে নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে আরও একটি রান যোগ হলো। ব্যক্তিগত ২৫ রানে বেঁচে গেলেন বাঁহাতি ব্যাটার রাচিন।

চাপ সামলে জুটি গড়ার চেষ্টায় নিউজিল্যান্ড

১০ ওভার শেষে নিউজিল্যান্ডের রান ২ উইকেটে ৫৪। ৪ ওভারের মধ্যে তাদের ২ উইকেট ফেলে দেওয়ার পর বাংলাদেশের বোলাররা চাপ ধরে রাখতে পারেননি। সুযোগ পেলেই বাউন্ডারি এনে দ্রুত রান বাড়াচ্ছেন দুই কিউই ব্যাটার ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র। নাহিদ রানার করা অষ্টম ওভারে আসে তিনটি চার। এর আগে-পরে তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ হজম করেন দুটি করে চার। কনওয়ে ২৯ বলে ২৬ ও রবীন্দ্র ২১ বলে ২৩ রানে খেলছেন।

ছবি: এএফপি

রানার গতিতে পরাস্ত উইলিয়ামসন

তানজিম হাসান সাকিবের জায়গায় একাদশে ঢোকা নাহিদ রানা নিজের দ্বিতীয় ওভারে পেলেন উইকেট। তার ১৪৮.৮ কিলোমিটার গতির ডেলিভারিতে পরাস্ত হলেন কেইন উইলিয়ামসন। ড্রাইভ করার চেষ্টায় নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার ক্যাচ দিলেন উইকেটরক্ষক মুশফিকুর রহিমের গ্লাভসে। উইলিয়ামসনের রান ৪ বলে ৫। ৪ ওভারের মধ্যে ১৫ রানে কিউইদের ২ উইকেট তুলে নিল বাংলাদেশ। ক্রিজে ডেভন কনওয়ের সঙ্গে নতুন ব্যাটার রাচিন রবীন্দ্র।

প্রথম ওভারেই সাফল্য পেলেন তাসকিন

টানা পাঁচ ডটের পর প্রথম ওভারের শেষ বলে সাফল্য পেলেন তাসকিন আহমেদ। মাঝারি পুঁজি নিয়ে বাংলাদেশের বোলিংয়ের শুরুটা হলো উইকেট মেডেন দিয়ে। ডানহাতি পেসারের কিছুটা ভেতরে ঢোকা ডেলিভারির লাইন মিস করলেন উইল ইয়াং। বোল্ড হয়ে গেলেন নিউজিল্যান্ডের ওপেনার। স্কোরবোর্ডে কোনো রান করার আগেই উইকেট হারাল কিউইরা। ক্রিজে আরেক ওপেনার ডেভন কনওয়ের সঙ্গী কেইন উইলিয়ামসন।

Jaker Ali Anik

আড়াইশোর নিচে থামল বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে টস হেরে ব্যাট করতে নেমে খুব বড় পুঁজি করতে পারল না বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ফিফটিতে করল ৯ উইকেটে ২৩৬ রান। ১১০ বলে সর্বোচ্চ ৭৭ রানের ইনিংস খেলেন শান্ত। মিচেল ব্রেসওয়েল ২৬ রানে পান ৪ উইকেট। 

তাসকিনকে আউট করে জেমিসনের প্রথম 

লম্বা সময় পর খেলায় ফিরে প্রথম উইকেট পেলেন কাইল জেমিসন। তার বলে বড় শটের চেষ্টায় মিড অফে ক্যাচ দেন ২০ বলে ১০ রান করা তাসকিন আহমেদ। ২৩৬ রানে বাংলাদেশ হারালো নবম উইকেট। 

জাকেরের রান আউটে ভাঙল ৩৫ রানের জুটি 

দুইশোর আগে পড়ে গিয়েছিলো ৭ উইকেট। ওই অবস্থা থেকে জাকের আলি অনিককে সঙ্গ দিলেন তাসকিন আহমেদ। ৮ম উইকেট জুটিতে এলো গুরুত্বপূর্ণ  ৩৫ রান। ৪৯তম ওভারে ৫৫ বলে ৪৫ করে ফিরে যান জাকের। ২৩১ রানে ৮ উইকেট হারায় বাংলাদেশ।হেনরির বলে ফিরে গেলেন থিতু হওয়া রিশাদ

ইতিবাচক অ্যাপ্রোচে রিশাদ হোসেন দিচ্ছিলেন ভরসা। স্লগ ওভারে তার আগ্রাসী কিছু শটের অপেক্ষায় ছিলো বাংলাদেশ। তবে থিতু হয়ে তিনি থামালেন দৌড়। ২৫ বলে ২ চার, ১ ছক্কায় ২৬ রান করা রিশাদ ম্যাট হেনরির বলে পুল করতে গিয়ে ব্যাটে নিতে পারেননি। সহজ ক্যাচ নিতে সমস্যা হয়নি অধিনায়ক মিচেল স্যান্টনারের। ১৯৬ রানে ৭ উইকেট হারিয়েছে বাংলাদেশ।

Najmul Hossain Shanto

মন্থর ইনিংস খেলে শান্তর বিদায়

৭১ বলে ফিফটি স্পর্শ করেও ইনিংসে গতি আনতে পারলেন না নাজমুল হোসেন শান্ত। একের পর এক ডট খেলতেই থাকলেন তিনি। শেষ দিকে গিয়ে রান বাড়ানোর তাড়া হয়ত বোধ করছিলেন। উইল ও'রোর্কের বলে সেই চেষ্টায় তুলে দেন সহজ ক্যাচ। ১১০ বল খেলে ৭৭ করে ফেরেন বাঁহাতি ব্যাটার। ১৬৩ রানে ৬ উইকেট হারিয়েছে বাংলাদেশ।

শম্বুক গতিতে এগুচ্ছে বাংলাদেশ 

২৫ ওভারের মধ্যেই ১০০ ডট বল, ডট বলের এই ধারা থাকল পরেও। ইনিংস জুড়ে এখনো পর্যন্ত ৬৫% ডট বল খেলে ইনিংস এগিয়ে নিচ্ছে নাজমুল হোসেন শান্তর দল। অধিনায়ক শান্ত ফিফটি করে ব্যাট করতে থাকলেও ক্রমাগত ধুঁকছেন তিনি। মন্থর গতিতে এগুচ্ছেন বাঁহাতি ব্যাটার। ১১৮ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ শান্ত-জাকের আলি অনিকের জুটিতে খুঁজছে ঘুরে দাঁড়ানোর পথ। 

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড লাইভ

ব্রেসওয়েলের ঝলক

তাকে স্পেশালিষ্ট স্পিনার বলার উপায় নেই। অনেকটা ব্যাটিং অলরাউন্ডার বলাই নিরাপদ। সেই মিচেল ব্রেসওয়েল অফ স্পিনে নাকাল করলেন বাংলাদেশকে। ১০ ওভারের স্পেলে মাত্র ২৬ রান দিয়ে নিলেন ৪ উইকেট। 

এবার বাজে শটে বিদায় নিলেন মাহমুদউল্লাহও

চোটের কারণে প্রথম ম্যাচ খেলতে নামা মাহমুদউল্লাহ রিয়াদ ফেরার ম্যাচে হতাশ করলেন ভক্তদের। ক্রিজে গিয়ে একের পর এক ডট খেলে তিনিও চাপ বাড়াচ্ছিলেন দলের। সেই চাপ সরাতে ব্রেসওয়েলকে এগিয়ে এসে খেললেন অদ্ভুত ধরনের শট, তাতে উঠল সহজ ক্যাচ। ১৪ বলে ৪ রান করে বিদায় নিলেন এই ব্যাটার। ১১৮ রানে ৫ উইকেট হারালো বাংলাদেশ। 

৭১ বলে ফিফটি করলেন শান্ত 

ওপেন করতে নেমে এখনো টিকে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এক পাশে উইকেট পতনের মাঝে প্রান্ত ধরে খেলছেন তিনি। ৭১ বল খেলে স্পর্শ করেছেন ফিফটি। 

অভিজ্ঞ মুশফিক আবার ব্যর্থ 

ভারতে বিপক্ষে প্রথম বলেই শূন্য রানে আউত হওয়া মুশফিকুর রহিম আবার ব্যর্থ। নিউজিল্যান্ডের বিপক্ষে দলের যখন ভীষণ প্রয়োজন, তখন উইকেট ছুঁড়ে দিলেন তিনি। মিচেল ব্রেসওয়েলের বলে স্লগ সুইপ করতে যান, কিন্তু সীমানা পার করতে পারেননি। রাচিন রবীন্দ্র তার ক্যাচ লুফেন সহজে। এবার ৫ বলে তিনি করেন ২ রান। ১০৬ রানে ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ। 

হৃদয় এবার ডট বলে চাপ বাড়িয়ে ফিরলেন

আগের ম্যাচে ভারতের বিপক্ষে দলের চাপে সেঞ্চুরি করা তাওহিদ হৃদয় প্রশংসা পাচ্ছিলেন সবার। নিউজিল্যান্ডের বিপক্ষে তাকে দেখা গেল অন্যভাবে। এবার ক্রিজে এসে খোলসবন্দি হয়ে পড়েন ডানহাতি ব্যাটার। একের পর এক ডট বল খেলতে থাকেন তিনি। ডট বলের চাপ সরাতেই এক সময় ঝুঁকি নিয়ে খেলতে যান ব্রেসওয়েলের বলে। তার এগিয়ে গিয়ে মারা শট পার হয়নি ৩০ গজ। ২৪ বলে ৭ রান করে বিদায় নেন তিনি। ৯৭ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। 

আলগা শটে মিরাজের বিদায় 

তিনে নেমে স্পিনার পেয়ে ছক্কায় শুরু করেছিলেন মেহেদী হাসান মিরাজ। কোয়ালিটি পেস পেয়েই টেকনিকের দুর্বলতা বেরিয়ে এলো তার। উইল ও'রোর্কের বলে অদ্ভুতুড়ে এক আলগা শটে ক্যাচ তুলে দিয়েছেন তিনি। ১৪ বলে মিরাজ করেছেন ১৩ রান। ৫৪ রানে দ্বিতীয় উইকেট হারিয়েছে বাংলাদেশ। আবারও থিতু হয়েই উইকেট বিলিয়ে দিলেন তানজিদ।

থিতু হয়েই আউট তানজিদ

ব্যাট করার জন্য দারুণ উইকেটে ভালো শুরুর পর ধাক্কা খেয়েছে বাংলাদেশ। খুব বেশি আগ্রাসী না হলেও জুতসই পথে রান বাড়াচ্ছিলেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। তবে গত ম্যাচের মতন এবারও থিতু হয়ে উইকেট বিলিয়ে দিয়েছেন তানজিদ। ২৪ বলে ২৪ রান করা এই ওপেনার মাইকেল ব্রেসওয়েলের বলে মিড অনে সহজ ক্যাচে ফেরেন তিনি। 

শুরুতেই নষ্ট নিউজিল্যান্ডের রিভিউ, বাড়ছে বাংলাদেশের রান

একদম প্রথম ওভারেই রিভিউ হারিয়েছে নিউজিল্যান্ড। ম্যাট হেনরির বলে নাজমুল হোসেন শান্তর বিরুদ্ধে এলবিডব্লিউর আবেদন করে সফল হয়নি তারা। পরে রিভিউ নিয়েও তা নষ্ট করে।

টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা সতর্ক। তানজিদ হাসান তামিমের সঙ্গে ওপেন করতে নামা শান্ত বেশ কয়েকটি বল পরাস্ত হয়েছেন। অন্য দিকে চার-ছক্কায় রান বাড়াচ্ছেন তানজিদ। ৬ ওভারেই বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ২৪। 

একাদশে ফিরলেন মাহমুদউল্লাহ- নাহিদ রানা

চোটের কারণে ভারতের বিপক্ষে খেলতে পারেননি মাহমুদউল্লাহ। এদিন ফিরে এসেছেন তিনি। ফলে একাদশ থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার। একাদশে পরিবর্তন আছে আরও একটি। পেসার তানজিম হাসান সাকিবের জায়গায় ঢুকেছেন নাহিদ রানা। বাংলাদেশের মতো দুটি পরিবর্তন আছে নিউজিল্যান্ডের একাদশেও।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়ং, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, রচিন রবীন্দ্র, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ম্যাট হেনরি, কাইল জেমিসন এবং উইলিয়াম ওরোর্ক।

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। অর্থাৎ আগের ম্যাচের মতো এই ম্যাচেও আগে ব্যাটিং করবে বাংলাদেশ। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে বাংলাদেশ সময় ৩টায় শুরু হবে ম্যাচটি।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিনশর বেশি রান করতে চায় বাংলাদেশ

ভারতের বিপক্ষে আগে ব্যাটিং নিয়ে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া দলটি তাওহিদ হৃদয়ের সেঞ্চুরি ও জাকের আলীর ফিফটিতে কোনোমতে ২২৭ রান করে। কিন্তু তাতে লড়াই কড়া সম্ভব হয়নি। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে শিষ্যদের জ্বলে ওঠার তাগিদ দিলেন কোচ ফিল সিমন্স।

আগের দিন সংবাদ সম্মেলনে এই ক্যারিবিয়ান কোচ বলেন, 'তিনশর বেশি করা বা সাড়ে তিনশ তাড়া করার সামর্থ্য আছে কি-না? হ্যাঁ, দেখুন, সবশেষ পাঁচ ম্যাচে আমরা কয়েকবার তিনশর বেশি রান করেছি। আমাদের সেই সামর্থ্য আছে। সবশেষ ম্যাচে আমরা ভালো শুরু পাইনি। তবু ২০০ রান করেছি। আমরা যদি ভালো শুরু করতে পারি, সেখানে যেতে পারব।'

'রাওয়ালপিন্ডির স্মৃতি' প্রেরণা টাইগারদের

গত বছরই রাওয়ালপিন্ডিতে স্বাগতিক পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। সেই স্মৃতিকে প্রেরণা মেনে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে জ্বলে উঠতে চায় টাইগাররা। কারণ কিউইদের বিপক্ষে হারলেই বিদায় নিশ্চিত হয়ে যাবে নাজমুল হোসেন শান্তর দলের।

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার কথা আগের উঠে আসে সংবাদ সম্মেলনে। সেই স্মৃতি আত্মবিশ্বাস দিবে কি-না জানতে চাইলে কোচ ফিল সিমন্স বললেন, 'আমি আশা করি দেবে। কারণ পাকিস্তানে এসে তাদেরকে হারানো সহজ কাজ নয়। সেই জয় দলকে অনেক আত্মবিশ্বাস দিয়েছে। তাই আমি আশা করি এটি আমাদের মানসিকতায় ইতিবাচক প্রভাব ফেলবে।'

Comments

The Daily Star  | English
Apparel Buyers Delay Price Increases Post-Wage Hike Promise

Garment exports to US grow 17%

Bangladesh shipped apparels worth $5.74 billion in the July-March period to the USA

5h ago