মিরপুর টেস্ট

চা-বিরতির আগে দক্ষিণ আফ্রিকার ২ উইকেট ফেলল বাংলাদেশ

Tristan Stubbs
তাইজুল ইসলামের বলে স্লিপে ক্যাচ দিচ্ছেন ট্রিস্টিয়ান স্টাবস। ছবি: ফিরোজ আহমেদ

বাংলাদেশের পুঁজি মাত্র ১০৬ রানের। ওই পুঁজি নিয়ে লিড নেওয়ার আশা বাড়াবাড়ি। শুরুতে উইকেট ফেললেও সেই আশা আরও মলিন হয়েছে দক্ষিণ আফ্রিকার সতর্ক ছুটে চলায়।

সোমবার মিরপুর টেস্টের প্রথম দিনের দুই সেশনেই উইকেট পড়েছে ১২টি। ৪০.১ ওভারে বাংলাদেশ গুটিয়ে যাওয়ার পর চা-বিরতি পর্যন্ত ১৬ ওভার ব্যাট করে ২ উইকেটে ৬৫ রান তুলেছে সফরকারীরা। হাতে ৮ উইকেট নিয়ে বাংলাদেশ থেকে তারা পিছিয়ে আছে ৪১ রানে। 

অল্প রানের পুঁজি নিয়ে প্রথম ওভারেই সাফল্য পেয়েছিল বাংলাদেশ। হাসান মাহমুদ দারুণ ডেলিভারিতে তুলে নেন এইডেন মার্করামকে। ভেতরে ঢোকা বলের লাইন মিস করে বোল্ড হন প্রোটিয়া কাপ্তান।

এরপর দ্বিতীয় উইকেটে গুরুত্বপূর্ণ ৪১ রানের জুটি গড়েন ট্রিস্টিয়ান স্টাবস ও টনি ডে জর্জি। দুজনের ব্যাটে সাবলীল গতিতে ছুটছিল সফরকারীরা। তাইজুল ইসলামকে দুই বাউন্ডারি মারা স্টাবস তার বলেই হন কাবু। দলের ৫০ রানে অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট পেতে ক্যাচ দেন স্লিপে। ২৭ বলে ২৩ করেন তিনি।

তৃতীয় উইকেট জুটিতে অবিচ্ছিন্ন ১৫ রান তুলে অপরাজিত আছেন ডেভিড বেডিংহ্যাম ও ডি জর্জি। জর্জি ১৯ ও বেডিংহ্যাম ৯ রান নিয়ে খেলছেন।

Comments