রাওয়ালপিন্ডি টেস্ট

তাসকিন-নাহিদের তোপে পাকিস্তানকে চেপে ধরেছে বাংলাদেশ

Nahid Rana
উইকেট পেয়ে নাহিদ রানার উল্লাস। ছবি: ফিরোজ আহমেদ

দুই অপরাজিত ব্যাটার মিলে দিনের শুরুটা বেশ ভালোই করেছিলেন। শান মাসুদ-সাঈম আইয়ুবের জুটি মনে হচ্ছিল এবারও জমে যাচ্ছে। তবে তাদের এবার বেশিদূর আগাতে দিলেন না তাসকিন আহমেদ, নাহিদ রানা। প্রথম ঘণ্টায় এই দুজনকে ফেরানোর পর বাবর আজমকেও তুলে নিয়ে ম্যাচে দাপট বাংলাদেশের। 

তাসকিন ও নাহিদের আঘাতে ৮১ রানে ৬ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। ২ উইকেটে ৯ রান নিয়ে নেমে অনায়াসে রান বাড়ান শান-আইয়ুব। জুটিতে ৩৮ রান আসার পর তাসকিনকে লফটেড ড্রাইভ করতে গিয়ে লং অফে ক্যাচ দেন আইয়ুব। ফেরেন ৩৫ বলে ২০ রান করে।

পাকিস্তান অধিনায়ক শান থিতু হয়ে পড়েছিলেন। দলকে ভালো জায়গায় নেওয়ার মতন খেলছিলেন তিনি। তবে নাহিদের বলে গড়বড় করে ফেরেন বাজে শটে। অফ স্টাম্পের অনেক বাইরের বল তাড়া করে ক্যাচ দেন ৩৪ বলে ২৮ রান করে। বাবর আজম এই সিরিজে খেলছেন নিজের ছায়া হয়ে। ছন্দহীন ব্যাটার এবার ১১ রান করে নাহিদের বলে স্লিপে দিয়েছেন ক্যাচ। ঠিক পরের বলেই উইকেট পেতে পারতেন নাহিদ। স্লিপে মোহাম্মদ রিজওয়ানের সহজ ক্যাচ ছেড়ে দেন সাদমান ইসলাম। 

তবে সাউদ শাকিল টিকতে পারেননি। নাহিদের ওই স্পেলেই কাটা পড়েন বাঁহাতি ব্যটার। বাংলাদেশের তরুণ পেসার গতি আর বাউন্সে নাজেহাল করে কুঁকড়ে রাখেন ব্যাটারদের। তার অফ স্টাম্পের বাইরের বল খোঁচা মেরে লিটন দাসের গ্লাভসে জমা পড়েন শাকিল, ১০ বলে করেন ২ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের লিড ৯৮ রানের। 

Comments

The Daily Star  | English

Constitution reform commission proposes new principles for Bangladesh

Equality, human dignity, social justice, pluralism will replace nationalism, socialism, secularism

23m ago