শান্ত-মুমিনুল জুটিতে জয়ের পথে বাংলাদেশ
পাকিস্তানকে প্রথমবার টেস্টে হারানোর পর সিরিজেও হারিয়ে দেওয়ার অনেক কাছে চলে গেছে বাংলাদেশ। রাওয়ালপিন্টিতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়তে এখন স্রেফ সময়ের অপেক্ষা।
মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১২২ রান। ১৮৫ রানের লক্ষ্যে পৌঁছাতে আর চাই স্রেফ ৬৩ রান ।
এদিন প্রথম ঘন্টায় দলের ৭০ রানে দুই ওপেনারকে হারালেও সেশনের বাকিটা সময় দলকে অনায়াসে টেনে নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। শান্ত ৩৩ ও মুমিনুল ২০ রান নিয়ে ক্রিজে আছেন।
বিনা উইকেটে ৪২ রান নিয়ে নেমে প্রথম পাঁচ ওভার কোন সমস্যা হয়নি বাংলাদেশের। আগের দিন আক্রমণাত্মক মেজাজে রান বাড়ানো জাকির হাসান এগুচ্ছিলেন ফিফটির দিকে। তবে মির হামজার দারুণ বলে ফিরতে হয় তাকে। দিনের ৬ষ্ঠ ওভারে ৪০ রান করা ব্যাটারকে বোল্ড করে প্রথম উইকেট ফেলেন হামজা।
খানিক পর আরেকটি উইকেট পেতে পারত পাকিস্তান। হামজার বলেই ১৭ রানে স্লিপে ক্যাচ দিয়েছিলেন সাদমান ইসলাম। বা দিকে ঝাঁপিয়ে হাতে জমিয়েও তা রাখতে পারেননি আঘা সালমান। জীবন পেয়ে অবশ্য আর ৭ রান যোগ করতে পারেন বাঁহাতি ওপেনার। খুররম শাহজাদের বলে মিড অফে সহজ ক্যাচে বিদায় নেন তিনি।
দলকে জয়ের দিকে নিতে এরপর অধিনায়ক শান্তর সঙ্গে জুটি গড়েন অভিজ্ঞ মুমিনুল হক। সময় নিয়ে ক্রিজে থিতু হন তারা। ধীরেসুস্থে খেলে নিরাপদে শেষ করেন সেশনের বাকিটা সময়। তৃতীয় উইকেটে দুজনের জুটিতে এসে গেছে ৫২ রান।
Comments