দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে দল পেলেন রিশাদ

Rishad Hossain

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্জাইজি টি-টোয়েন্টি আসরে সুযোগ পেলেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনারকে ড্রাফট থেকে দলে নিয়েছে হোবার্ট হ্যারিকেনস।

নিজের স্বীকৃত সোশ্যাল মিডিয়া পেজ থেকে পোস্ট করে হোবার্ট জানায়, 'বাংলাদেশি টাইগার হোবার্ট হ্যারিকেইনসে যুক্ত দিচ্ছেন। স্বাগতম রিশাদ হোসেন, রোমাঞ্চকর তরুণ লেগ স্পিনার।'

২০১৪ সালে প্রথম বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে সুযোগ পান সাকিব আল হাসান। অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগেডসের হয়ে বিগ ব্যাশ খেলেছেন সাকিব।

আগামী ১৫ ডিসেম্বর থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত আয়োজিত হবে বিগ ব্যাশ। ১০ বাংলাদেশি ক্রিকেটার থেকে কেবল রিশাদই ড্রাফটে দল পেলেন।

তরুণ এই লেগ স্পিনার গত টি-টোয়েন্টি বিশ্বকাপে আলো কাড়েন। দারুণ বল করে নেন ১৪ উইকেট।

রিশাদ বিগ ব্যাশ খেলার ছাড়পত্র পাবেন কিনা তা অবশ্য নিশ্চত নয়। কারণ বিগ ব্যাশের সময়টাতেই আয়োজিত হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ ( বিপিএল)।

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

8h ago