পিএসএলে আবার ঝলক দেখিয়ে উইকেট শিকারে সবার উপরে রিশাদ

Rishad Hossain

পাকিস্তান সুপার লিগে নিজের দ্বিতীয় ম্যাচেও আলো ছড়িয়েছেন রিশাদ হোসেন। লাহোর কালান্দার্সের হয়ে বাংলাদেশের এই লেগ স্পিনার আবারও পেয়েছেন ৩ উইকেট। এবার রান দিয়েছেন আরও কম। তার দল লাহোর করাচি কিংসের বিপক্ষে তাতে পেয়েছে বড় জয়।

করাচি জাতীয় স্টেডিয়ামে ফখর জামান ও ড্যারেল মিচেলের ফিফটিতে আগে ব্যাট করে ২০১ রান করে লাহোর। বড় লক্ষ্য তাড়ায় রিশাদদের সামনে ধসে যায় করাচি। মাত্র ১৩৬ রানে অলআউট হয় তারা। লাহোরের সবচেয়ে সফল বোলার বাংলাদেশের তারকা রিশাদ। ৪ ওভার হাত ঘুরিয়ে ২৬ রান দিয়ে তিনি নেন ৩ উইকেট। এতে করে দুই ম্যাচেই ৬ উইকেট হয়ে গেল তার। আপাতত তিনি পিএসএলের সর্বোচ্চ উইকেট শিকারীও।

করাচির ইনিংসে হানা দিয়ে শান মাসুদ (১৪ বলে ১৮), ইরফান খান (৭ বলে ৬) এবং আব্বাস আফ্রিদিকে (৩ বলে ১) আউট করেন রিশাস।  ইনিংসের অষ্টম ও নিজের প্রথম ওভারেই তিনি মাসুদ ও ইরফান দুজনকেই আউট করে মাত্র ১ রান দেন। তার দ্বিতীয় ওভারটিও সমান কার্যকর ছিল, যেখানে তিনি আফ্রিদির উইকেট নিয়ে দেন মাত্র ৩ রান দেন।

পরের দুই ওভারে যথাক্রমে ১১ ও ১২ রান দিয়ে কিছুটা ব্যয়বহুল স্পেল করা সত্ত্বেও রিশাদের আগের ব্রেক-থ্রুগুলো ইতিমধ্যেই খেলার গতিপথ নির্ধারণ করে দিয়েছিল।

রিশাদের মতন প্রথম দুই ম্যাচে ছয়টি উইকেট আছে আবরার আহমেদরও। তবে রিশাদ শ্রেয়তর বোলিং গড় নিয়ে আছেন সবার উপরে।

Comments

The Daily Star  | English

NCP unveils 24-point ‘New Bangladesh’ manifesto, calls for Second Republic and new constitution

Key pledges include recognising the July uprising and ensuring justice for those affected

1h ago