ব্যাটিংয়ে রান পেলেও আবারও সাকিবের খরুচে বোলিং
বেশ অনেকদিন ধরে বল হাতে সুবিধা করতে পারছেন না সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রের মেজর ক্রিকেট লিগে প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও খরুচে বল করেছেন তিনি। তবে এদিন ব্যাট হাতে কিছুটা রান পেতে দেখা যায় তাকে। যদিও হেরেছে তার দল লজ এঞ্জেলস নাইট রাইডার্স।
ডালাসে গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ১৫ রানে ২ উইকেট পড়লে ব্যাট করতে নামেন সাকিব। খেলেন ২৬ বলে ৩৫ রানের ইনিংস। এরপর ডেভিড মিলারের ১৮ বলে ২৪ ও আন্দ্রে রাসেলের ২৫ বলে ৪০ রানে ১৬৫ রানের পুঁজি পায় লজ এঞ্জেলস।
ফিন অ্যালেন, জ্যাক ফ্রেজার ম্যাকগুর্কের দুই ফিফটিতে ২৮ বল আগেই ওই রান পেরিয়ে জিতে যায় সান ফ্রান্সিসকো উনিকর্নস।
দলের তৃতীয় বোলার হিসেবে চতুর্থ ওভারে বল এসে অ্যালেনের হাতে এক চারে দেন ৮ রান। অধিনায়ক সুনিল নারাইন সাকিবকে এরপর আনেন ৬ষ্ঠ ওভারে। এবার অ্যালেন পেয়ে বসেন তাকে।
বাংলাদেশের বাঁহাতি স্পিনারের প্রথম বলে ম্যাথু শর্ট সিঙ্গেল নিয়ে দেন অ্যালেনকে। অ্যালেন পর পর মারেন তিন ছক্কা। ভীষণ খরুচে ওই ওভারের পর সাকিবকে আর বল দেওয়ার সাহস করেননি নারাইন। আগের ম্যাচে ৩ ওভারে ৩২ রান দিয়েছিলেন সাকিব। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ ও তার আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজেও সাকিবকে ধারহীন বোলিং করতে দেখা গেছে।
Comments