চ্যাম্পিয়ন্স ট্রফি

সাকিব বিষয়ে ভারতীয় সাংবাদিকের প্রশ্নে নির্লিপ্ত শান্ত

Shakib Al Hasan

সাকিব আল হাসান বিষয়ে প্রশ্ন শুনলেই যেন বিরক্তি চলে আসছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে প্রাসঙ্গিক এক প্রশ্নে বিরক্তি প্রকাশ করেন তিনি। এবার দুবাইতে গিয়ে ভারতীয় সাংবাদিকের প্রশ্নে এমন নির্লিপ্ত ভাব দেখালেন, যেন এই প্রশ্ন একদমই পছন্দ হয়নি তার।

বিশ্ব ক্রিকেটে সাকিবই বাংলাদেশের সবচেয়ে বড় তারকার নাম। বৈশ্বিক আসরে তিনি না থাকলে প্রসঙ্গটা আসা স্বাভাবিক। বিশেষ করে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছে বাংলাদেশ, সেই আসরে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করতে সবচেয়ে বড় ভূমিকাই ছিলো সাকিবের।

বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দল। তার আগে বুধবার আইসিসি একাডেমি মাঠে অনুশীলন সেরে গণমাধ্যমের সামনে হাজির হন শান্ত।

সেখানে ভারতীয় এক বাঙালি সাংবাদিক জানতে চান, 'চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটা টুর্নামেন্টে সাকিবের না থাকাটা কি চিন্তার কারণ?' উত্তর দিতে একটুও সময় নিলেন না শান্ত, 'জ্বী না…।' আর কোন শব্দ ব্যয় করতে আগ্রহী হলেন না।

দেশ ছাড়ার আগে শান্তর কাছে জানতে চাওয়া হয়েছিলো, ২০২৩ বিশ্বকাপে যার অলরাউন্ড নৈপুণ্যে ভর করে চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করেছে বাংলাদেশ। তাকে এবার কতটা মিস করবেন। এই প্রশ্নে বিরক্তি প্রকাশ করে তিনি উত্তর দিয়েছিলেন,  'আসলে এই প্রশ্নটা কেন করলেন আপনি, জানি না আমি…। আমরা সবাই জানি, এই প্রশ্নের উত্তর অনেক ক্রিকেটার দিয়েছে যে, "অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করব, থাকলে ভালো হতো।" আপনারা এই প্রশ্ন, এই উত্তর অনেকবার পেয়েছেন আপনারা। আমার মনে হয় না, এত বড় একটি টুর্নামেন্টে যাওয়ার আগে আবার এই প্রসঙ্গে কথা বলাটা যৌক্তিক হবে।'

২০০৬ সালে অভিষেকের পর সাকিবকে ছাড়া কোন বৈশ্বিক আসর খেলেনি বাংলাদেশ। প্রায় সব আসরেই তিনি ছিলেন দলের সেরা তারকা। এবার সাকিব নেই বিবিধ কারণে। নির্বাচকরা তাকে দলে না রাখার পেছনে বোলিং অ্যাকশন অবৈধ হওয়ার কথা বলেছেন। তবে তার আগেই রাজনৈতিক কারণেই বিপাকে পড়েন সাকিব। গত ভারত সফরে অবসর পরিকল্পনা জানিয়ে বলেছিলেন টেস্ট ছাড়তে চান দেশে, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ছাড়তে চান আন্তর্জাতিক ক্রিকেট। দেশে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাকে স্কোয়াডেও রাখা হয়। যুক্তরাষ্ট্র থেকে দুবাই পর্যন্ত আসার পর তাকে নিরাপত্তার কারণ দেখিয়ে দেশে আসতে বারণ করা হয় সরকারের উচ্চ পর্যায় থেকে। মাঠ থেকে টেস্ট ছাড়তে না পারা সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারও থামছে নীরবে।

তবে বিশ্ব মিডিয়ার তাকে নিয়ে আগ্রহটা থাকছে, সেটা তারা প্রকাশও করছেন। শান্তদের অবশ্য পছন্দ যে হচ্ছে না সেটা আড়াল করছেন না।

Comments

The Daily Star  | English
How artistes flamed cultural defiance in July

How artistes flamed cultural defiance in July

From stage to street, artistes and activists led a cultural revolt against brutality and censorship

8h ago