সাকিবকে নিয়ে প্রশ্নে বিরক্ত শান্ত

Najmul Hossain Shanto
ছবি: স্টার

০৬ নভেম্বর ২০২৩, দিল্লি। শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের ওই ম্যাচে ঝুলে ছিলো বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য। সেদিন হারলে আজকের দিনটি আর আসত না, চ্যাম্পিয়ন্স ট্রফিতে দর্শক হয়ে থাকতে হতো। সেদিন নাজমুল হোসেন শান্তর সঙ্গে মিলে জয়ের নায়ক ছিলেন সাকিব আল হাসান। দারুণ আগ্রাসী ইনিংসের পাশাপাশি বোলিংয়ের ঝলক আর টাইম আউট ইস্যুতে নেতৃত্বে রেখেছিলেন ভূমিকা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে তাই অবধারিতভাবে সাকিব প্রসঙ্গ এলো, তবে এবার এই প্রসঙ্গে নিজের বিরক্তি প্রকাশ করলেন শান্ত।

শ্রীলঙ্কার বিপক্ষে সেদিন ৬৫ বলে ৮২ করার পাশাপাশি ৫৭ রানে ২ উইকেট নেন সাকিব। অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইম আউট করায় রাখেন আলোচিত ভূমিকা। শান্ত-সাকিবের ১৪৯ বলে ১৬৫ রানের জুটিতে নিশ্চিত হয়েছিলো বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা।

যে জুটি, যে ইনিংস ও নৈপুণ্যের জন্য এই আসরে খেলার সুযোগ পেল বাংলাদেশ তার নায়ক সাকিবই নেই। বোলিং অ্যাকশন অবৈধ হওয়ায় তাকে কেবল ব্যাটার হিসেবে নিতে চাননি বলে জানান নির্বাচকরা। যদিও অ্যাকশন ইস্যুর আগে রাজনৈতিক কারণেই খেলার বাইরে ছিটকে যান সাকিব। দেশে বিদায়ী টেস্ট খেলতে চেয়েছিলেন, আসতে পারেননি সরকারের সায় না থাকায়। বিগত আওয়ামীলীগ সরকারের সাংসদ থাকায় সাকিবের বিরুদ্ধে হয়েছে একাধিক মামলা। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে বিদায় জানাতে চেয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটকে তার আগেই আন্তর্জাতিক ক্রিকেট অলিখিতভাবে থেমে গেছে বাংলাদেশের সফলতম ক্রিকেটারের। লঙ্কানদের বিপক্ষে সেই ওয়ানডেই হয়ে আছে সাকিবের শেষ ওয়ানডে।

সাকিবের না থাকা কতটা দোলা দেয়, এমন প্রসঙ্গ জানতে চাইলে শুরুতে থাকে মিস করার কথা বললেও পরে বিরক্তি প্রকাশ করে উত্তর দেন শান্ত, 'অবশ্যই মিস করব। তবে এই প্রশ্নটা কেন করলেন আপনি আমি জানি না। সবাই জানি এই প্রশ্নের উত্তর অনেকবার অনেক খেলোয়াড় দিয়েছে। "মিস করব' বা 'থাকলে ভালো হতো" বলেছে। এই উত্তর অনেকবার পেয়েছেন। আমার মনে হয় না একটা এত বড় আসরে যাওয়ার আগে এই প্রশ্নের উত্তর দেওয়াটা এখন যৌক্তিক হবে। কিন্তু ওই ম্যাচ নির্দিষ্টভাবে যদি বলেন ব্রিলিয়ান্ট ব্যাটিং করেছেন। ওই ইনিংসটা আমাদের দলকে জেতার জন্য সাহায্য করেছে।'

২০০৬ সালে অভিষেকের পর ওয়ানডে সংস্করণের সবগুলো বৈশ্বিক আসরেই বাংলাদেশ দলের মূল ভরসা ছিলেন সাকিব। ব্যাটিং, বোলিং মিলিয়ে দলের ভারসাম্য নির্ভর করত তার উপর। সাকিবের না থাকার ঘাটতি কাকে দিয়ে পূরণ করবেন সেই প্রসঙ্গও বাড়াতে চাইলেন না শান্ত,  'যে দায়িত্ব পাবে।'

Comments

The Daily Star  | English

No sharp rise in crime, data shows stability: govt

The interim government today said that available data does not fully support claims of a sharp rise in crimes across Bangladesh this year

2h ago