এক ফরম্যাট ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিলেন স্টার্ক

Mitchell Starc

সদ্য শেষ হওয়া আইপিএলের আগে সবশেষ ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগটিতে মিচেল স্টার্ক খেলেছেন ২০১৫ সালে। মাঝের এই সময়ে স্টার্কের মনযোগের সবটুকুই ছিল আন্তর্জাতিক ক্রিকেটে। ফ্র্যাঞ্চাইজি লিগের অর্থকড়ি তাকে টানতে পারেনি একটুও। আট বছরের বেশি সময় তিনি খেলেননি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগেই। এবার ফ্র্যাঞ্চাইজি মহলে আরও ব্যস্ত হওয়ার ইচ্ছার কথাই জানালেন তিনি। এজন্য ওয়ানডে ফরম্যাট ছেড়ে দেওয়ার ভাবনা অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী পেসারের।

রবিবার সানরাইজার্স হায়দরাবাদকে আট উইকেটে হারিয়ে তৃতীয় শিরোপা জিতে নেয় কলকাতা নাইট রাইডার্স। প্লে অফের দুটি ম্যাচেই সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন স্টার্ক। দুর্দান্ত বোলিংয়ে পাওয়ারপ্লেতেই নিজেদের পক্ষে ম্যাচ এনে দিয়েছেন এই বাঁহাতি পেসার। ফাইনাল জেতার পর সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, 'শেষ ৯ বছর আমি অস্ট্রেলিয়ার ক্রিকেটকেই প্রাধান্য দিয়েছি। আমি নিজের শরীরকে বিশ্রামের সুযোগ দিয়েছি এবং ক্রিকেট থেকে দূরে গিয়ে স্ত্রীর সঙ্গে কিছু সময় কাটিয়েছি।'

'দেখুন, আমি নিশ্চিতভাবেই আমার ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে গেছি। একটা ফরম্যাট হয়তো বাদ দেব। পরবর্তী ওয়ানডে বিশ্বকাপের আগে অনেক সময় বাকি এবং এই ফরম্যাটটা আমি চালিয়ে যাব কি না...এটা হয়তো আরও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দরজা খুলে দেবে।'

অস্ট্রেলিয়ার হয়ে খেলার জন্য ফিট থাকতে চেয়েছেন। এজন্য বিশ্রামে গিয়ে অনেক সময়ই ফ্র্যাঞ্চাইজি লিগে পা রাখেননি তিনি। শেষমেশ আট মৌসুম পর আইপিএলে পদার্পণ ঘটে তার। অস্ট্রেলিয়ার জার্সিতে নামা স্টার্কের ২০২৪ সালের আইপিএল খেললে লাভ হবে, টি-টোয়েন্টি বিশ্বকাপের বছরে সেই চিন্তাও কাজ করেছে তার মাথায়। অজি এই পেসার বলেন, 'আমি মৌসুমটা খুব উপভোগ করেছি। এটা দারুণ ছিল! এখান থেকেই বিশ্বকাপে যাব। বিশ্বকাপের আগে অসাধারণ সব খেলোয়াড়ের মুখোমুখি হতে পেরেছি দুর্দান্ত এই টুর্নামেন্টে, এই আরেকটা লাভ হলো। বিশ্বকাপে যাওয়ার আগে এটা দারুণ এক ব্যাপার। '

Comments

The Daily Star  | English
The Indian media and Bangladesh-India relations

The Indian media and Bangladesh-India relations

The bilateral relationship must be based on a "win-win" policy, rooted in mutual respect, non-hegemony, and the pursuit of shared prosperity and deeper understanding.

9h ago