আইপিএল-পিএসএল স্থগিত হওয়ায় বাংলাদেশের সূচি নিয়ে অনিশ্চয়তা

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতের জেরে স্থগিত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এসব সিদ্ধান্ত বাংলাদেশের চলতি বছরের ক্রিকেট সূচির পাশাপাশি আগামী এশিয়া কাপের ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
আইপিএলের চলতি আসরে এখনও ১৬টি ম্যাচ বাকি রয়েছে এবং বিসিসিআই আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টটি পুনরায় শুরুর তারিখ ঘোষণা করেনি। তবে জানা গেছে, তারা এই বছরের শেষদিকে একটি ফাঁকা সময় খুঁজছে বাকি অংশ আয়োজন করার জন্য।
ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার মতে, ভারত আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপে অংশ নেবে না। শুধু তাই নয়, বাংলাদেশের বিপক্ষে আইসিসির ভবিষ্যৎ সূচি অনুসারে নির্ধারিত সফরের জন্য দলও পাঠাবে না। এর ফলে আগস্ট-সেপ্টেম্বরের উইন্ডোটি ফাঁকা হয়ে যাবে। আর প্রয়োজন হলে আইপিএল শেষ করার জন্য ওই সময়কে ব্যবহার করা হতে পারে।
গত মাসে ভারতের বিপক্ষে সিরিজের সূচি চূড়ান্ত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৭ থেকে ৩১ আগস্টের মধ্যে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা দুই দলের।
এবারের আইপিএলের 'অবিলম্বে এক সপ্তাহের জন্য' স্থগিত করার ঘোষণা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দিয়েছে গতকাল শুক্রবার। এর আগের দিন ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচটি মাঝপথে বন্ধ করে দেওয়া হয়। ধর্মশালা ভারত শাসিত কাশ্মীরের জম্মু শহর থেকে ২০০ কিলোমিটারেরও কম দূরে অবস্থিত, যেখানে ভারত ও পাকিস্তান পাল্টাপাল্টি গোলাবর্ষণ করছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) শুক্রবার রাতে ঘোষণা করেছে যে, পিএসএলের বাকি আটটি ম্যাচ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। আগের দিন তারা জানিয়েছিল, এই ম্যাচগুলো সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হবে।
পিসিবির সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে, সংঘাতের ফলে পাকিস্তানে পরিস্থিতির অবনতির কারণে পিএসএল স্থগিত করা হয়েছে। এর অর্থ হলো, সেখানে বাংলাদেশ দলের আসন্ন সফর পড়ে গেছে অনিশ্চয়তার মধ্যে। গত মাসে প্রকাশিত সূচি অনুসারে, আগামী ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত স্বাগতিকদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে টাইগারদের।
বিসিবি অবশ্য এখনই এই সিরিজ নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে আগ্রহী নয়। কারণ উদ্ভূত পরিস্থিতি নজিরবিহীন এবং স্বাগতিক দেশ হওয়ায় সিরিজ স্থগিত বা বাতিল করার সিদ্ধান্ত তাদের দিক থেকেই আসবে।
Comments