সাংবাদিকদের কাছে বিশ্বকাপের একাদশ চাইলেন বিসিবি প্রধান

Nazmul Hasan Papon
ছবি: ফিরোজ আহমেদ

'আপনাদের সবার কাছে কিন্তু একটা করে দল চাইব বিশ্বকাপের, স্কোয়াড না একদম একাদশ দিতে হবে কিন্তু।' গণমাধ্যমকর্মীদের সঙ্গে ব্রিফিং শেষ করে বেরিয়ে যাওয়ার সময়ও বললেন নাজমুল হাসান পাপন। মাহমুদউল্লাহ রিয়াদের বিশ্বকাপ দলে থাকা না থাকা প্রসঙ্গে প্রশ্নের জবাবে এর আগে কিছুটা রসিকতার স্বরেই একাদশে চেয়ে বসেন তিনি, বিশদ ব্যাখ্যা দিয়ে জানান আসলে কেমন হতে পারে স্কোয়াড।

ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের এখনো বাকি আছে সাড়ে চারমাসের বেশি সময়। কিন্তু এখনি স্কোয়াডে কে থাকবেন তা নিয়ে চলছে জোর আলোচনা। এই আলোচনার বড় অংশ জুড়েই আছেন ঘরের মাঠে গত আয়ারল্যান্ড সিরিজে বাদ পড়া মাহমুদউল্লাহ ও আফিফ হোসেন। তাদের নিয়ে নিয়মিতই নানা প্রশ্নের জবাব দিতে হচ্ছে বিসিবি সংশ্লিষ্টদের।

বৃহস্পতিবার মিরপুরে বিশেষ চাহিদা সম্পন্নদের একটি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী শেষে সংবাদ মাধ্যমের সামনে আসেন বোর্ড সভাপতি। তখনও মাহমুদউল্লাহকে সাত নম্বরে খেলানো নিয়ে প্রশ্ন উঠলে সাংবাদিকদের কাছে একাদশ চান তিনি,  'এখন ক্রিকেট নিয়ে সবচেয়ে বেশি সরব হচ্ছে মিডিয়া। এটাতে আমরা খুশি। আপনারা এত বেশি সম্পৃক্ত এটা আমাদেরও সাহায্য করে। সোশ্যাল মিডিয়া নিয়েও আমরা খুশি, কিন্তু ওখানে অনেকে মনে হয়েছে ক্রিকেট নিয়ে কোন ধারণাই নেই, কিন্তু মন্তব্য করেই যাচ্ছে। আপনারা এখানে যারা আছেন তারা ক্রিকেট সম্পর্কে প্রত্যেকেই অনেক জানেন, আমার চেয়ে বেশি জানেন এমন বহু লোক আছে। আমি চিন্তা করছি আপনাদের কাছে নাম চাইব যে সেরা একাদশ তৈরি করে দেন। তারপর দেখি আপনারা কি বলেন। এটা হলে ভালো হয় না? জানতে তো পারলাম। আপনারা কি মনে করেন কাকে খেলানো উচিত। '

পরে তার নিজের বিচারে একাদশ নিয়ে একটা ধারণে দেন বোর্ড প্রধান,  'আমাকে যদি জিজ্ঞেস করেন তামিম, লিটন, শান্ত, হৃদয়, মুশফিক, সাকিব। এই ছয়জনের মধ্যে কাউকে তো আপনারা বাদ দিবেন বলে মনে হয় না। ওপেনিংয়ে নাঈম শেখ ও বিজয় তারাও ভালো পারফর্ম করছে, তারাও আসতে পারে। কে আসবে আমি জানি না। আমার পর্যবেক্ষণ বলছিলাম। আমার ধারণা ওপেনিংয়ে (বাড়তি) একজনকে তারা নিবে। ইনজুরির কথা ভেবে ব্যাকআপ লাগবে।'

ছয় বোলার নিয়ে খেললে মাহমুদউল্লাহ বা আফিফের কারো জায়গা দেখেন না তিনি,  'আমার ধারণা তিনটা পেসার খেলবে নিশ্চিত। সাকিব যদি খেলে একটা স্পিনার খেলবে। পাঁচটা বোলার ছাড়া তো বিশ্বকাপের খেলবেন না। হাসান আছে, তাসকিন, শরিফুল, ইবাদত,মোস্তাফিজ আছে। যে কেউ খেলতে পারে। চারজন পেসারও খেলতে পারে। যদি তিনজন স্পিনার নিয়ে খেলে তাহলে মানে ছয়টা বোলার নিয়ে খেলতে চায় তাহলে বাড়তি স্পিনার লাগবে। বাড়তি থাকে একটা জায়গা সেখানে আছে মেহেদী হাসান মিরাজ। আমার মনে হয় না কেউ বলবে মিরাজকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেয়া উচিত।'

বোলার একজন কম নিয়ে খেলেলে বিবেচনায় আসতে পারেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ, তরুণ আফিফ। তবে এই বোলিং স্কিল বিবেচনায় মোসাদ্দেককেও এগিয়ে রাখছেন তিনি,  'কোন কারণে পাঁচ বোলার নিয়ে খেললে একটা সুযোগ আসে একজন বাড়তি ব্যাটার খেলানোর। ওখানে এখন স্কোয়াডে আছে রাব্বি। স্কোয়াডে নাই কিন্তু যেকোনো সময় ঢুকতে পারে আফিফ, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক। যদি আমি পাঁচ বোলার নিয়ে খেলি কোন কারণে একটা বোলার চোটে পড়লে ম্যাচে মধ্যে তাহলে বলটা করবে কে। এজন্য অলরাউন্ডার পেলে ভালো হয়। আলটিমেটলি (মিনহাজুল আবেদিন) নান্নু কি করবে আমি জানি না, আমার কথা বলছি।'

'ব্যাটিংয়ের দিক থেকে আফিফ, মাহমুদউল্লাহ দুজনেরই ব্যাটিং (সামর্থ্য অনুযায়ী থাকতে পারে। রাব্বি চোট থেকে আসার পর তেমন কোন পারফর্মেন্স করেনি। আপনি যদি বোলিংয়ে চিন্তা করে এখানে এগিয়ে থাকবে আফিফ, মোসাদ্দেক। মাহমুদউল্লাহও করতে পারে। ফিল্ডিংও যদি চান তাহলে আমার মনে হয় আফিফ ওদের উপরে। তারপরও মোসাদ্দেকও রিয়াদের চেয়ে ভালো হতে পারে। কি চান আমার মনে হয় একদিন আপনাদের ডেকে নাম চাইব।'

Comments