২ কেন্দ্রে এজেন্ট ঢুকতে না দেওয়ার অভিযোগ রুপনের

ভোট দেওয়ার পর তিনি বলেন, ৫ নং ওয়ার্ডের মতিনপুর কেন্দ্রে ঘড়ি মার্কার ৬ এজেন্ট ও জাহানারা কেন্দ্রে ৭ এজেন্টকে প্রিসাইডিং কর্মকর্তা ঢুকতে দেননি।
কামরুল আহসান রুপন
মো. কামরুল আহসান রুপন। ছবি: নাইমুর রহমান/স্টার

বরিশাল সিটির ৫ নং ওয়ার্ডের ২ কেন্দ্রে ১৫ এজেন্টকে ঢুকতে না দেওয়ার অভিযোগ করেছেন মেয়র পদে টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. কামরুল আহসান রুপন।

নগরীর কালুশাহ সড়কে আলেকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ভোট দেন রুপন। ভোট দেওয়ার পর তিনি বলেন, ৫ নং ওয়ার্ডের মতিনপুর কেন্দ্রে ঘড়ি মার্কার ৬ এজেন্ট ও জাহানারা কেন্দ্রে ৭ এজেন্টকে প্রিসাইডিং কর্মকর্তা ঢুকতে দেননি।

তিনি বলেন, 'প্রিসাইডিং কর্মকর্তা প্রার্থীর সিগনেচার চাচ্ছেন। যিনি আমার প্রধান এজেন্ট তার সই আছে। তারপরও এটা নিয়ে সমস্যা হচ্ছে।'

'প্রিসাইডিং কর্মকর্তার বক্তব্য এই এজেন্ট ফরম গত রাতে নিয়ে আসার কথা। এ ধরনের কোনো কথা আমাদের আগে জানায়নি। নিয়ম তো যদি ৮টায় আসে বা ১০টায় আসে তাহলেও তো এজেন্টকে ঢুকতে দেবে।'

তিনি আরও বলেন, 'প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে কথা বলিনি। ওখানে আমার প্রধান এজেন্ট কথা বলছেন।'

'ফলাফল যদি চাপিয়ে দেওয়া না হয় বা সুষ্ঠু পরিবেশে ভোট হলে যেকোনো ফলাফল মেনে নেব,' যোগ করেন এই মেয়র প্রার্থী।

Comments