সুষ্ঠু ভোটের জন্য আশাবাদী, কিন্তু পরে কী হবে জানি না: জাপা প্রার্থী তাপস

জাপা তাপস
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে সৈয়দ আবদুল মান্নান ডিডিএফ আলিম মাদ্রাসা ভোটকেন্দ্রে সকালে ভোট দেন জাতীয় পার্টির মেয়রপ্রার্থী ইকবাল হোসেন তাপস। ছবি: টিটু দাস

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস বলেছেন, 'আমরা এখনো সুষ্ঠু ভোটের জন্য আশাবাদী কিন্তু পরে কী হবে জানি না।'

আজ সকাল সাড়ে ৮টার দিকে সৈয়দ আবদুল মান্নান ডিডিএফ আলিম মাদ্রাসা ভোট কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি একথা বলেন।

এসময় তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের সমর্থকরা ভোটকেন্দ্রে যেতে বাধা দিচ্ছে।

তাপস বলেন, 'আমি ২২ নম্বর ওয়ার্ড থেকে ফোন কল পেয়েছি যে ক্ষমতাসীন দলের লোকেরা ভোটারদের বলেছেন যে তাদের ভোটের জন্য কেন্দ্রে যেতে হবে না।'

তাপস বলেন, ইভিএম ভোটিং মেশিনেও সমস্যা লক্ষ্য করা গেছে।

'যখন আমি আমার ভোট দিতে এসেছি, তখন ফিঙ্গারপ্রিন্ট শনাক্তকরণের জন্য আমাকে প্রায় ১০ মিনিট অপেক্ষা করতে হয়েছিল কিন্তু মেশিনটি এখনও এটি শনাক্ত করতে সক্ষম হয়নি।'

'তারপর প্রিজাইডিং অফিসার তার ক্ষমতাবলে আমাকে সাহায্য করেন এবং ভোট দেওয়ার অনুমতি দেন,' তিনি বলেন।

ইভিএম সমস্যার বিষয়ে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জসিম উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, প্রার্থীর ক্রমাগত ঘামের কারণে মেশিনটি ফিঙ্গারপ্রিন্ট শনাক্ত করতে ব্যর্থ হয়েছে।

'এক শতাংশ ভোটারকে ব্যক্তিগতভাবে প্রকৃত ভোটার শনাক্ত করতে দেওয়ার ক্ষমতা পোলিং অফিসারের রয়েছে। যেহেতু আমরা সমস্যা দেখছিলাম, আমরা রিটার্নিং অফিসারের সাথে পরামর্শ করি এবং প্রার্থীকে ভোট দেওয়ার অনুমতি দিই,' তিনি যোগ করেন।

Comments

The Daily Star  | English
Exporters to get Tk 108.5 for a dollar from Aug 1

Taka gains against dollar after several years

Taka gains ground as dollar influx rises, strengthening currency after years

1h ago