গুলশান হামলার ঘটনায় তাহমিদকে অব্যাহতি

তাহমিদ হাসিব
তাহমিদ হাসিব

গুলশানের সন্ত্রাসী হামলার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন ঘটনায় সন্দেহভাজন হিসাবে আটককৃত কানাডার বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বাংলাদেশি যুবক তাহমিদ হাসিব।

অন্যদিকে, সবেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও হামলার ঘটনায় অপর আটক হাসনাত করিম প্রধান আসামি হয়ে জেলেই থাকবে বলে আদেশ দিয়েছে ঢাকার একটি নিম্ন আদালত।

১লা জুলাইয়ে হোলি আর্টিসান বেকারিতে ১২ ঘন্টা যাবৎ জিম্মি সংকট অবসানের পর ঘটনাস্থল থেকে আটক করা হয় দু’জনকেই। কয়েকদিন নিঁখোজ থাকার পর তাদেরকে ৫৪ ধারায় গ্রেফতার দেখায় পুলিশ।

আজ সকালে ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক মোঃ নুর নবী শুনানি শেষে তাহমিদ ও হাসনাতকে ৫৪ ধারা থেকে অব্যাহতি দেন। হাসনাতকে প্রধান আসামি হিসাবে জেলেই থাকার নির্দেশ দেন।

বাংলাদেশের সন্ত্রাসবিরোধী ইউনিটের তদন্ত কর্মকর্তা ও গুলশানে সন্ত্রাসী হামলার মামলায় তদন্তকারী কর্মকর্তা হুমায়ুন কবির শুনানির সময় তাহমিদকে নির্দোষ দাবি করে তাকে খালাস দেবার আর্জি জানান। পাশাপাশি, তিনি হাসনাত করিমকে প্রধান আসামি দেখিয়ে কারাগারেই রাখবার প্রার্থনা জানান।

ইতিমধ্যে, গত ২রা অক্টোবর ঢাকার নিম্ন আদালত থেকে জামিন পেয়ে মুক্তি পেয়েছেন তাহমিদ।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Army chief meets Khaleda Zia

Chief of Army Staff General Waker-uz-Zaman met BNP Chairperson Khaleda Zia tonight

2h ago