গুলশানের আগুনে আরও একজনের মৃত্যু

এ নিয়ে গুলশানে অগ্নিকাণ্ডের এই ঘটনায় ২ জনের মৃত্যু হলো।
গুলশানে ১২তলা ভবনটিতে আগুন লাগে। ছবি: পলাশ খান/স্টার

ঢাকার গুলশান ২ এলাকার ১২তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও ১ জন মারা গেছেন। জেডএইচ শিকদার উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোররাত সাড়ে ৩টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন হাসপাতালের ম্যানেজার মুস্তাকিম বাদশা।

তিনি বলেন, 'আগুন লাগার পর রাজীব নামের ওই ব্যক্তি ভবন থেকে লাফ দিয়েছিলেন।'

পুলিশ জানিয়েছে, ভবনটির ১২ তলায় বাবুর্চি হিসেবে কাজ করতেন রাজীব।

এ নিয়ে গুলশানে অগ্নিকাণ্ডের এই ঘটনায় ২ জনের মৃত্যু হলো।

গতকাল সন্ধ্যা ৭টার দিকে ওই ভবনটির সপ্তম তলায় আগুনের সূত্রপাত হয়। এই অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ২ জনের মৃত্যু ও ৭ জন আহত হন। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় রাত ১১টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আজ সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন দ্য ডেইলি স্টারকে জানান, ফায়ার সার্ভিস কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন যে, ভবনটির লিফটের শর্টসার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে।

Comments