ভারতের কোচ হতে চেয়েছিলেন বিশ্বকাপজয়ী জাভি

ছবি: এএফপি

ভারতের জাতীয় ফুটবল দলের কোচ হতে চেয়েছিলেনস্পেনের বিশ্বকাপজয়ী কিংবদন্তি এবং সাবেক বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। এমনটাই জানিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। তবে তার আবেদন ফাইনাল তালিকায় ঠাঁই পায়নি শুধুমাত্র বাজেট সমস্যার কারণে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, জাভি তার ব্যক্তিগত ইমেইল থেকে একটি অসম্পূর্ণ আবেদন পাঠান, যেখানে যোগাযোগের নম্বরসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য অনুপস্থিত ছিল।

এআইএফএফ-এর জাতীয় দল পরিচালনা বিভাগের পরিচালক সুব্রত পল বলেন, 'হ্যাঁ, জাভির নাম তালিকায় ছিল,' তবে তিনি নিশ্চিত করেন, বাজেট সীমাবদ্ধতার কারণে তাকে নিয়ে এগোনো সম্ভব হয়নি।

সংস্থার এক বোর্ড সদস্য জানান, 'আমরা তাকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে পারিনি, কারণ তার সম্মানী বহন করা আমাদের পক্ষে সম্ভব ছিল না।'

২০২৪ সালের মে মাসে বার্সেলোনা ছেড়ে যাওয়ার পর থেকে জাভি বিভিন্ন নতুন প্রকল্পে আগ্রহ প্রকাশ করে আসছেন। ভারতীয় ফুটবলের প্রতি তার আলাদা আকর্ষণ আছে বলেও আগেই জানিয়েছেন তিনি। বিশেষ করে ভারতীয় লিগে স্প্যানিশ খেলোয়াড় ও কোচদের প্রভাব তার আগ্রহের অন্যতম কারণ।

Comments

The Daily Star  | English

Made with US cotton? Pay less at US customs

US customs will apply a tariff rate only to the non-American portion of a product's value

8h ago