বাজে রেফারিংয়ের অভিযোগ বার্সেলোনা কোচের

প্রতিপক্ষের মাঠে গিয়ে জয় নিয়ে ফিরলেও নিজেদের মাঠে কাজটা ঠিকমতো করতে পারল না বার্সেলোনা। পিএসজির কাছে ৪-১ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে তাদের। তবে এই হারের পেছনে রোমানিয়ান রেফারি ইস্তেভান কোভাক্সের দায় দেখছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ।

মঙ্গলবার রাতে শুরুতে গোল দিয়ে দুই লেগ মিলিয়ে ব্যবধান ৪-২ করে ফেলেছিলো স্বাগতিক দল। তবে ২৯ মিনিটে ডি-বক্সের দিকে ছুটে যাওয়া বারকোলাকে ধাক্কা দিয়ে লাল কার্ড দেখেন বার্সা ডিফেন্ডার রোনান্ড আরাহো। জাভির মতে সরাসরি লাল কার্ড দেখানোর মতন ফাউল ছিলো না এটি,  'এই সিদ্ধান্ত (লাল কার্ড দেখানো) ছিলো একদম অপ্রয়োজনীয়। আমরা রাগান্বিত। লাল কার্ডটাই সমতা তৈরি করে দেয়।'

১০ জনের দলে পরিণত হওয়ার পর ছন্নছাড়া হয়ে যায় বার্সা। দাপট দেখিয়ে খেলায় ফিরে পিএসজি এগিয়ে যায়। ম্যাচের এক পর্যায়ে বোতলে লাথি দিয়ে রেফারিকে কিছু একটা বলে লাল কার্ড দেখেন জাভি নিজেও। লাল কার্ড পান বার্সার এক সাপোর্ট স্টাফ।

ক্ষুব্ধ বার্সেলোনা কোচ তাই রাখঢাক না রেখেই কড়া ভাষায় করলেন রেফারির সমালোচনা, 'গোটা মৌসুমের পরিশ্রম রেফারির সিদ্ধান্তে শেষ হয়ে গেল, এটা লজ্জার।'

'রেফারি খুব খারাপ ছিলো। আমি তাকে বলেছিলাম, সে খেলা বুঝে না। লাল কার্ড দেওয়াটা ছিলো বাড়াবাড়ি।'

গত সপ্তাহে পিএসজির মাঠে ৩-২ গোলে জিতেছিলো বার্সেলোনা। প্রথম লেগ জিতে ঘরের মাঠে কখনো না হারার রেকর্ড তাদের দিচ্ছিলো ভরসা। তবে ভিন্ন এক গল্প লেখেছে পিএসজি। প্রতিপক্ষের মাঠে গিয়ে ৪-১ ব্যবধানে জিতে ৬-৪ অগ্রগামীতায় পৌঁছে গেছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে। নিজেদের খারাপ খেলার চেয়েও জাভি এই হার রেফারির সিদ্ধান্তের কারণে মানতে পারছেন না।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

2h ago