বিজয়ের ৫০তম সেঞ্চুরি

Anamul Haque Bijoy
ফাইল ছবি

স্বীকৃত ক্রিকেটে দেশের সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক হয়েছেন চলতি বছরের শুরুতেই। তবে এবার নতুন এক মাইলফলকে পৌঁছালেন এনামুল হক বিজয়। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে তিন সংস্করণ মিলিয়ে স্বীকৃত ক্রিকেটে ৫০তম সেঞ্চুরিটি পেয়ে গেলেন এই ওপেনার।

রোববার সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে হার না মানা ১১০ রানের ইনিংস খেলেন। পেসার শরীফুল ইসলামকে ছক্কা মেরে পেয়ে যান ক্যারিয়ারের ৫০তম সেঞ্চুরি।

বিজয়ের ৫০টি সেঞ্চুরির ২৩টি পেয়েছেন লিস্ট এ ক্রিকেটে। প্রথম শ্রেণির ক্রিকেটে আছে ২৪টি। এছাড়া স্বীকৃত টি-টোয়েন্টিতে পেয়েছেন ৩টি। স্বীকৃত ক্রিকেটে তার কাছাকাছি সেঞ্চুরি রয়েছে ক্যারিয়ারের প্রায় সায়াহ্নে চলে আসা নাঈম ইসলামের। তার সেঞ্চুরি সংখ্যা ৪৬টি।

লক্ষ্য তাড়ায় সাদিকুরের রহমানের সঙ্গে ৮১ রানের জুটি গড়েন বিজয়। ব্যক্তিগত ৩৬ রানে সাদিকুর আউট হলে শামসুর রহমান শুভ, সাব্বির হোসেন ও সালমান হোসেনের সঙ্গে তিনটি ছোট ছোট জুটিতে দলের জয় নিশ্চিত করতেন বিজয়। ৯ ওভার বাকি থাকতেই জয় মিলে তাদের। 

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে রূপগঞ্জ। দারুণ শুরুর পরও মাঝে ভেঙে পড়ে দলটি। সাইফ হাসান (৫২) ও তানজিদ হাসান তামিম (৬৮) গড়েন ১১০ রানের ওপেনিং জুটি। এরপর আকবর আলী (২৯) ও আফিফ হোসেন ধ্রুবর (৩২) ব্যাটে এক পর্যায়ে ৪ উইকেটে ২০৫ রান তুলেছিল দলটি।

কিন্তু অফস্পিনার শেখ পারভেজ জীবনের ঘূর্ণিতে তাদের ঘরের মতো ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইন আপ। স্কোরবোর্ডে ১৮ রান যোগ করতেই শেষ সাতটি উইকেট হারায় দলটি। খেলতে পারেনি ৪০ ওভারও (৩৯.২ ওভার)।

Comments

The Daily Star  | English

JnU students vow to stay on streets until demands met

Jagannath University (JnU) students tonight declared that they would not leave the streets until their three-point demand is fulfilled

2h ago