বিজয়কে আরও একটি সুযোগ দেওয়ার পক্ষে বাশার

ঘরোয়া ক্রিকেটে গত মৌসুমে দারুণ পারফরম্যান্স করার পুরস্কার হিসেবে জিম্বাবুয়ে সিরিজে সুযোগ পেয়ে যান এনামুল হক বিজয়। সে ধারায় এবার শ্রীলঙ্কা সিরিজের দলেও আছেন তিনি। কিন্তু গলের ব্যাটিং স্বর্গে একেবারেই ব্যর্থ তিনি। যে কারণে পড়েছেন ব্যাপক সমালোচনার মুখে। দ্বিতীয় টেস্টে তার খেলা নিয়ে রয়েছে বড় সংশয়। তবে তাকে আরও একটি সুযোগ দেওয়ার পক্ষে সাবেক অধিনায়ক ও সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমন।

অথচ গলের ব্যাটিং স্বর্গে প্রথম টেস্টে অনেক ব্যাটারই বড় স্কোর করেছেন। সেখানে ওপেনিংয়ে নেমে ব্যাটিং করতে নেমে বেশ হিমশিম খেয়েছেন বিজয়। অনেকটা আনাড়ির মতো ব্যাট চালিয়ে উইকেট খুইয়েছেন। তাই প্রশ্ন উঠেছে তার নির্বাচন প্রক্রিয়া নিয়েও। কারণ এই সিরিজের আগেই নিউজিল্যান্ড 'এ' দলের বিপক্ষে বাংলাদেশ 'এ' দলের হয়েও ব্যর্থ ছিলেন তিনি। দুটি চারদিনের ম্যাচ ও তিনটি লিস্ট খেলেও ছিল না কোনো ফিফটি। তবে ঘরোয়া ক্রিকেট বিশেষ করে ঢাকা প্রিমিয়ার লিগে ভালো খেলায় সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনা চলছিল তাকে নিয়ে।

তবে সামাজিকমাধ্যমের চাপ নয় বিজয়ের ধারাবাহিক পারফরম্যান্সের কারণেই তাকে স্কোয়াডে রাখা হয়েছিল বলে জানান বাশার, 'আমি মনে করি, বিজয় পারফরম্যান্সের মাধ্যমে দলে এসেছে, জনপ্রিয়তার কারণে নয়। সে গত বছর ফার্স্ট ক্লাস ক্রিকেটে ভালো করেছে। অনেকে বলছেন, তাকে হোয়াইট-বল পারফরম্যান্সের ভিত্তিতে নেওয়া হয়েছে, কিন্তু বাস্তবতা হলো, তার লাল বলের পারফরম্যান্স অসাধারণ ছিল। খুলনা বিভাগের হয়ে সে শীর্ষস্থানেই ছিল, তাই তাকে বিবেচনায় নেওয়া হয়।'

এদিকে স্কোয়াড ঘোষণার পর থেকেই গুঞ্জন ছিল, শ্রীলঙ্কায় ওপেনিং করতে পারেন অধিনায়ক শান্ত। প্রথম টেস্টে মেহেদী হাসান মিরাজের অসুস্থতায় তেমন কিছু দেখা যায়নি। তবে দ্বিতীয় টেস্টের জন্য সম্পূর্ণ সুস্থ এই অলরাউন্ডার। তাই তাকে নিয়ে পাঁচ বোলার দেখা যেতে পারে কলম্বো টেস্টে। সেক্ষেত্রে বাদ দিতে হবে একজন ব্যাটারকে। জানা গেছে, বিজয় রয়েছেন এই তালিকায়।

তবে দুই ইনিংসেই সেঞ্চুরি করা শান্তকে তার পজিশনেই রেখে বিজয়কে আরও একটি সুযোগ দেওয়ার পক্ষে কথা বলেন এই সাবেক নির্বাচক, 'তবে তার ঘরোয়া ক্রিকেটের ফর্ম টেস্ট ক্রিকেটে রূপান্তরিত হয়নি। কিন্তু যখন তাকে নেওয়া হয়েছে, তখন সুযোগ দেওয়া উচিত, কারণ আমরা মাত্র দুজন ওপেনার নিয়ে খেলছি। অনেকে বলছিল শান্ত ওপেন করবে, যেটার আমি জোরালোভাবে বিরোধিতা করেছিলাম।'

এদিকে প্রথম টেস্টে দারুণ ব্যাটিং করায় শান্তকে নিয়ে আর ট্রল করা হবে না বলেই বিশ্বাস করেন সাবেক অধিনায়ক বাশার, 'আশা করছি, পরের দু-একটা ম্যাচে রান না করলে শান্তকে (নাজমুল) নিয়ে কথা শুরু হবে না। সব সংস্করণেই আমাদের দলের অন্যতম সেরা ব্যাটসম্যান শান্ত। ওর এমন ব্যাটিংয়ে আমি বিস্মিত না, এটাই আসলে ওর আসল রূপ। এমন ব্যাটিং করার সামর্থ্য ওর আছে।'

'আমরাই মাঝেমধ্যে ওকে চাপে ফেলে দিই। ক্রমাগত ট্রল বা সমালোচনা হলে খেলোয়াড়দের ওপর চাপ পড়ে। এড়িয়ে যাওয়ার কথা বললেও এটা সহজ হয় না। আর এই প্রভাব ব্যাটিংয়ে সাম্প্রতিক সময়ে পড়ছিল। ওর ব্যাটিং দেখে আমার কাছের এটা মনে হয়েছে। তবে ভালো খবর হচ্ছে, ও ভালোভাবে ফিরে এসেছে,' যোগ করেন বাশার।

Comments

The Daily Star  | English

Sinner dethrones Alcaraz to capture maiden Wimbledon crown

Jannik Sinner downed Carlos Alcaraz 4-6, 6-4, 6-4, 6-4 on Sunday to win his first Wimbledon title, gaining sweet revenge for his painful defeat in the French Open final.

4h ago