আমরা এখনও পারিশ্রমিক পাইনি, কেউই পায়নি: বিজয়

ছবি: ফিরোজ আহমেদ

প্রতি বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক পাওয়া নিয়ে তৈরি হয় জটিলতা। নতুন আসরের শুরুর দিনই আবার অনাকাঙ্ক্ষিত প্রসঙ্গটি চলে এলো সামনে। ব্যাট-বলের লড়াই মাঠে গড়ালেও এখনও কোনো টাকা পাননি খেলোয়াড়রা। তবে এখনই এটা নিয়ে সমালোচনা হোক তা চাচ্ছেন না দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়। তিনি আস্থা রাখছেন বিপিএলের আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওপর।

সোমবার দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি প্রতিযোগিতার একাদশ আসরের উদ্বোধনী দিনে দেশের গণমাধ্যমে উঠে এসেছে ক্রিকেটারদের পারিশ্রমিকের কোনো অংশ না পাওয়ার খবর। বিপিএলের নীতিমালা অনুসারে, টুর্নামেন্ট শুরুর আগেই পরিশোধ করতে হবে ক্রিকেটারদের পারিশ্রমিকের ৫০ শতাংশ অর্থ। এরপর টুর্নামেন্ট চলাকালীন পারিশ্রমিকের ২৫ শতাংশ এবং শেষ হওয়ার পর পারিশ্রমিকের বাকি ২৫ শতাংশ অর্থ দিয়ে দিতে হবে।

এবার এই নিয়ম অবশ্য অনুসরণ করেনি কোনো ফ্র্যাঞ্চাইজি। অর্থাৎ বিপিএল চালু হয়ে গেলেও অগ্রিম কোনো টাকা মেলেনি খেলোয়াড়দের। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ফরচুন বরিশাল ও রাজশাহীর মধ্যকার উদ্বোধনী ম্যাচের পর বিজয় বলেছেন, 'আমরা এখনও পারিশ্রমিক পাইনি, কেউই পায়নি।'

পারিশ্রমিক না পাওয়া নিয়ে এখনই কোনো প্রশ্ন তুলতে চাইছেন না অভিজ্ঞ ডানহাতি ব্যাটার। সবকিছু ছাপিয়ে বিপিএলের ভাবমূর্তি রক্ষার কথা বলেছেন তিনি, 'মাত্র শুরু হয়েছে বিপিএল। আমরা আসলে কোনো প্রশ্ন বা কোনো জটিলতা না তুলি। ক্রিকেটাররাও এটা চাই না। বিপিএলটা বিশ্বের সবাই দেখে। এরকম কোনো খবর না আসুক বা আমাদের দেখতে না হোক বিশ্ব ক্রিকেটে পারিশ্রমিক না পাওয়া নিয়ে কোনো খবর এসেছে।'

বিজয়ের মতে, ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকরা পারিশ্রমিক না দিয়ে সরে যেতে পারবেন না, 'বিপিএলটা আমরা ইতিবাচকভাবে নিতে চাই। অবশ্যই মালিকরা (পারিশ্রমিক) না দিয়ে তো যাবে না বা বিসিবি তো এটার ব্যবস্থা করবে। আমরা ইতিবাচকভাবে নিচ্ছি। হয়তো সময়ের কারণে বিলম্ব হয়েছে। আশা করি, তারা যথাযথ ব্যবস্থা করবে।'

যদিও এমন নজির বিপিএলে আছে অনেক। গত আসরেও দুটি দল খেলোয়াড়দের পারিশ্রমিকের অর্থ পুরোপুরি দেয়নি। এবারের আসর শুরু আগে সেসব বকেয়া পরিশোধ করতে হয়েছে বিসিবিকে। ওই প্রসঙ্গ স্মরণ করিয়ে দেওয়া হলে রাজশাহীর দলনেতা দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার ওপর ভরসা রাখতে চেয়েছেন, '(পারিশ্রমিক না দিয়ে) চলে যাবে? সেটার ক্ষেত্রে তাহলে বিসিবি আছে।'

উদ্বোধনী ম্যাচে হারের তেতো স্বাদ নিতে হয়েছে বিজয়ের দলকে। বরিশালের কাছে তারা হেরেছে ৪ উইকেটে। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৩ উইকেটে ১৯৭ রানের বড় পুঁজি গড়লেও ১১ বল হাতে রেখে জয় নিশ্চিত করে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা।

Comments

The Daily Star  | English
How artistes flamed cultural defiance in July

How artistes flamed cultural defiance in July

From stage to street, artistes and activists led a cultural revolt against brutality and censorship

8h ago