‘হামজা অবশ্যই আমাদের খেলার গুণগত মান বাড়াতে সাহায্য করেছে’

Tabith Awal

ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলে নতুন আশার সঞ্চার করেছেন। তার অন্তর্ভুক্তিতে পুরো দলের খেলার মানই বেড়েছে বলে মনে করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। দ্য ডেইলি স্টারের সঙ্গে সাক্ষাৎকারে বিদ্রোহী ১৮ শীর্ষ নারী ফুটবলার নিয়ে কোচ পিটার বাটলারের অনড় অবস্থান, আসছে এএফসি বাছাইপর্বের দল গঠন নিয়েও কথা বলেছেন তিনি।

শনিবার আপনি ছয়জন সিনিয়র নারী ফুটবলারের সঙ্গে বসেছিলেন, যাদের মধ্যে চারজন পরের দিন ভুটানের উদ্দেশ্যে রওনা হন। এটি কি কেবল একটি সৌজন্য সাক্ষাৎ ছিল নাকি এর বাইরেও কিছু ছিল?

তাবিথ আউয়াল: জাতীয় দলে যুক্ত সকল খেলোয়াড়ের সঙ্গে নিয়মিত কথা বলা ফেডারেশনের বাধ্যবাধকতা।

কোচের আসার আগে সিনিয়র খেলোয়াড়দের চলে যাওয়া কি তাদের পুনরায় দলে অন্তর্ভুক্তি এবং চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া আপাতত থমকে দিয়েছে নাকি কোনো অগ্রগতি হয়েছে?

তাবিথ আউয়াল: এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেখানে অনেক জল্পনা রয়েছে তাই আমি কোনো মন্তব্য করব না।

এশিয়ান কাপের বাছাইপর্বে প্রতিপক্ষ ইতিমধ্যেই নির্ধারিত, প্রধান কোচ পিটার বাটলারের সঙ্গে ১৮ জন সিনিয়র খেলোয়াড়ের অচলাবস্থা এবং তিনি কতজন খেলোয়াড় নিয়ে তার ক্যাম্প শুরু করতে চান সে বিষয়ে আপনার বা নারী উইংয়ের চেয়ারম্যানের কোনো আলোচনা হয়েছে কি?

তাবিথ আউয়াল: এএফসি বাছাইপর্বের জন্য প্রস্তুতি নিতে আমরা সকল অংশীজনের সঙ্গে নিয়মিত আলোচনা করছি। আমাদের প্রাক-প্রশিক্ষণ ক্যাম্পে যত বেশি সম্ভব প্রতিভাবান খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করার জন্য একটি দর্শন থাকবে। এরপর আমরা নারী সিনিয়র দল এবং নারী অনূর্ধ্ব-২০ দলের জন্য আলাদা প্রশিক্ষণ সেশন করব।

খেলোয়াড়দের পক্ষ থেকে তাদের চুক্তি বা কখন তারা ক্যাম্পে যোগ দিতে ইচ্ছুক সে বিষয়ে কোনো দাবি বা পরামর্শ দেওয়া হয়েছে কি?

তাবিথ আউয়াল: বাফুফের বর্তমান নীতি হলো পৃথক চুক্তি বা পৃথক খেলোয়াড়দের সঙ্গে আলোচনা নিয়ে মন্তব্য না করা।

ভারতের বিপক্ষে পুরুষ দলের পারফরম্যান্স সম্পর্কে আপনার ধারণা কী ছিল এবং কোন দিকগুলিতে উন্নতির প্রয়োজন বলে আপনি মনে করেন?

তাবিথ আউয়াল: আমরা ড্র থেকে এক পয়েন্ট পেয়ে খুশি কারণ সেটি অ্যাওয়ে ম্যাচে। আমরা জয়ের জন্য খেলেছি এবং জিততেও পারতাম। আমাদের গোল করতে হবে এবং আমি আত্মবিশ্বাসী যে আমরা করব।

হামজা চৌধুরী তার প্রথম ম্যাচে বাংলাদেশের হয়ে তার দক্ষতা দেখিয়েছেন, দলের সঙ্গে কেবল পাঁচ দিনের প্রশিক্ষণ সত্ত্বেও। পুরুষ দল সম্পর্কে মানুষের আগ্রহ সম্ভবত সর্বকালের শীর্ষে। দীর্ঘমেয়াদী উন্নতির জন্য বাফুফের হামজার আগমনকে কীভাবে কাজে লাগাতে পারে?

তাবিথ আউয়াল: বাফুফে কোনো একক খেলোয়াড়কে আলাদা করে দেখে না। আমরা জাতীয় দলের সকল সদস্যকে সমানভাবে দেখি এবং সম্মান করি। হামজা অবশ্যই আমাদের খেলার গুণগত মান বাড়াতে সাহায্য করেছে। আমরা এখন উচ্চ মানের ফুটবলে ভবিষ্যতের দল গঠন করতে আশা করি কারণ আমরা এখন জানি আমাদের কোন স্তরে পৌঁছাতে হবে।

বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করতে আগ্রহী এবং একটি নির্দিষ্ট মানসম্পন্ন বিদেশি খেলোয়াড়দের বিষয়ে বাফুফের অবস্থান কী?

তাবিথ আউয়াল: বাংলাদেশী বংশোদ্ভূত যে কেউ জাতীয় দলের জন্য বিবেচিত হতে পারে যতক্ষণ না তারা মানদণ্ড পূরণ করে এবং বাংলাদেশী ফুটবল দর্শন অনুযায়ী খেলতে সক্ষম হয়। আমরা ঘরোয়া লিগ বা অন্য কোনো লিগের খেলোয়াড়দের মধ্যে কোনো পার্থক্য করি না।

কোচ নিজেই ফাহামেদুল ইসলামকে আনার পরেও ভারতের বিপক্ষে দল থেকে বাদ দেওয়া নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে। সিন্ডিকেট এবং স্থানীয়রা বিদেশি খেলোয়াড়দের সমর্থন করছে না এমন কথাও শোনা যাচ্ছে। ভবিষ্যতে বাফুফে কীভাবে এই উদ্বেগের সমাধান করবে?

তাবিথ আউয়াল: একজন সম্মানিত এবং দায়িত্বশীল সাংবাদিকের কাছ থেকে এটি একটি খুবই অজ্ঞতাপূর্ণ প্রশ্ন।

জামাল ভূঁইয়ার একাদশে না থাকা নিয়েও প্রশ্ন উঠেছে। সেই খেলার টেকনিক্যাল দিক, বিশেষ করে খেলোয়াড় নির্বাচন নিয়ে প্রধান কোচ বা তার কোচিং স্টাফের সঙ্গে আপনার বা টেকনিক্যাল কমিটির কোনো আলোচনা হয়েছে কি? যদি হ্যাঁ, তাহলে তার ফলাফল কী ছিল?

তাবিথ আউয়াল: আমাদের সকল খেলোয়াড় সমান প্রতিভাবান এবং একে অপরকে সমর্থন করে তাদের দেশের প্রতিনিধিত্ব করতে সক্ষম। আমাদের সামনে সাফ চ্যাম্পিয়নশিপ জেতার এবং এএফসি বাছাইপর্বে উত্তীর্ণ হওয়ার লক্ষ্য রয়েছে এবং ৩০ জন খেলোয়াড়ের একটি পুল রয়েছে যাদের বিভিন্ন সময়ে প্রয়োজন হবে।

 

Comments

The Daily Star  | English

India restricts land port imports of Bangladesh’s RMG, food

India has imposed new restrictions on the imports of key goods from Bangladesh, including garments and agro-processed food, through land ports, a move expected to disrupt trade flows and add logistical hurdles for exporters..According to a notification issued today by India’s Directorate G

32m ago