সেপ্টেম্বরে ইউরোপিয়ান দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ

Bangladesh football Team

অনেক দিন থেকেই ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচে কেবল এশিয়ার দলগুলোর বিপক্ষেই খেলছে বাংলাদেশ ফুটবল দল। তবে চলতি বছরের সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে একটি ইউরোপীয় দলের বিপক্ষে খেলার পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আজ বৃহস্পতিবার বাফুফে ভবনে অনুষ্ঠিত জাতীয় দল কমিটির (এনটিসি) সভা শেষে বাফুফে সিনিয়র সহ-সভাপতি ও এনটিসির সহ-সভাপতি ইমরুল হাসান বলেন, '১ থেকে ৯ সেপ্টেম্বরের ফিফা উইন্ডো কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় দল কমিটি। ম্যাচটি ঘরের মাঠে হোক বা বিদেশে, আমরা চেষ্টা করব ইউরোপীয় কোনও দলের বিপক্ষে ম্যাচ আয়োজন করতে।'

আগামী ৩১ মে থেকে জাতীয় দল সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি জাতীয় স্টেডিয়ামে শুরু করবে বলে জানান ইমরুল। প্রাথমিকভাবে ঘোষিত ২৬ সদস্যের দলের সব খেলোয়াড়কে ৩০ মে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ম্যানেজার আমের খানের কাছে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিনের সভায় এনটিসির প্রধান ও বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সভাপতিত্বে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলকে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই পর্বে অংশ নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আগামী ১ থেকে ৯ সেপ্টেম্বর ভিয়েতনামে অনুষ্ঠিতব্য বাছাই পর্বে বাংলাদেশ পড়েছে গ্রুপ 'সি'-তে, যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকছে ভিয়েতনাম, সিঙ্গাপুর ও ইয়েমেন।

জাতীয় দল কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সিনিয়র দলের পাশাপাশি অনূর্ধ্ব-২৩ দলকেও আন্তর্জাতিক পর্যায়ে আরও বেশি ম্যাচ খেলার সুযোগ করে দিতে বাফুফে সক্রিয়ভাবে কাজ করছে, যাতে ভবিষ্যতের জন্য শক্তিশালী দল গড়ে তোলা যায়।

Comments

The Daily Star  | English

External balance swings to surplus after 3yrs

The country’s balance of payments returned to a surplus in the fiscal year (FY) 2024-25, ending a three-year spell of deficits.

11h ago