বাফুফের ফুটবল স্পন্সর জাপানের মল্টেন

প্রথমবারের মতো ফুটবল স্পন্সর পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বিএফএফ)। সোমবার জাপানভিত্তিক প্রতিষ্ঠান মল্টেন করপোরেশকে ফুটবল পার্টনার হিসেবে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ করেছে সংস্থাটি।

তিন মাস আগে জাতীয় ফুটবল দলের কিট পার্টনার হিসেবে স্থানীয় প্রতিষ্ঠান দৌড়-কে যুক্ত করার পর এটাই বাফুফের দ্বিতীয় বড় স্পন্সরশিপ চুক্তি। এই প্রথমবারের মতো দেশের ফুটবলের সঙ্গে চুক্তিবদ্ধ হলো মল্টেন—একটি ক্রীড়া সরঞ্জাম এবং অটোমোটিভ পার্টস প্রস্তুতকারী প্রতিষ্ঠান।

বিএফএফ ভবনে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়, যেখানে বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম এবং মল্টেন এশিয়া গ্রুপের প্রধান তাকাশি ওজাকি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী, প্রতি বছর বিশেষ মূল্যে তিন ধরণের মোট ২০০০টি মল্টেন ফুটবল কিনবে এবং প্রতিষ্ঠানটি আরও ২০০০টি ফুটবল বিনামূল্যে সরবরাহ করবে।

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরেই দেশের বিভিন্ন প্রতিযোগিতায় মল্টেন ফুটবল ব্যবহার করে আসছে বাফুফে। গত বছর তারা ৩১৩০টি মল্টেন ফুটবল কিনেছিল, যার ব্যয় ছিল প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা। তবে এই চুক্তিতে বছরে প্রায় ৫০ লাখ টাকা সাশ্রয় করতে পারবেন বলে জানান ফাহাদ করিম।

এই চুক্তি নিয়ে বাফুফের সহ-সভাপতি বললেন, 'গত বছর আমাদের ৩ হাজার ১৩০টি ফুটবল কিনতে হয়েছে। এ জন্য আমাদের খরচ হয়েছে ১ কোটি ৩০ লাখ টাকা। মল্টেনের সঙ্গে চুক্তির ফলে আমাদের এই দিকটায় ৫০ লাখ টাকা সাশ্রয় হবে।'

'চুক্তি অনুযায়ী আগামী তিন বছরে প্রতি বছর মল্টেন আমাদের ৪ হাজার ফুটবল দিবে। এর মধ্যে দুই হাজার ফুটবল তারা ফ্রি দিবে এবং বাকি দুই হাজার ফুটবল এএফসির সদস্যরা যে ছাড়ে পায়, সেটা আমরা পাব এবং এর সঙ্গে আরও ডিসকাউন্টে দিবে। ফলে আগামী তিন বছরে আমাদের দেড় কোটি টাকা সাশ্রয় হবে,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Govt publishes gazette of 1,558 injured July fighters

Of them, 210 have been enlisted in the critically injured "B" category, while the rest fall under the "C" category of injured fighters

5h ago