আবু সাঈদ হত্যা মামলা: ৯ এপ্রিল তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ ট্রাইব্যুনালের

আবু সাঈদ
পুলিশের ছোড়া গুলির সামনে দাঁড়ানো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে পুলিশের রাবার বুলেটে নিহত হন সাঈদ। ছবি: ভিডিও থেকে নেওয়া

গত বছরের জুলাইয়ে রংপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

ওই ঘটনায় রংপুরের তাজহাট থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামিকে আগামী ৯ এপ্রিল হাজির করে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

আজ রোববার এ বিষয়ে আবেদন দাখিলের পর বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল বেঞ্চ এ আদেশ দেন।

মামলা দায়েরের পর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, 'এ মামলায় শেখ হাসিনা, রংপুর বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর, ছাত্রলীগের এক নেতা এবং সাঈদকে গুলি করা দুই পুলিশ সদস্যসহ আরও অনেককে অভিযুক্ত করা হয়েছে।'

শেখ হাসিনাকে হত্যার নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করা হয়েছে বলে তিনি জানান।

এ মামলায় গ্রেপ্তার চার আসামি হলেন—এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম এবং রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমরান চৌধুরী আকাশ।

 

Comments