‘অপারেশন ডেভিল হান্ট’: যশোরে আ. লীগের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার

যশোর
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

যৌথবাহিনীর বিশেষ অভিযান 'অপারেশন ডেভিল হান্টে' যশোর সদরসহ বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগের ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

গত রোববার রাত থেকে সোমবার রাত পর্যন্ত সময়ের ভেতর তাদের আটক করা হয়। পরে বিভিন্ন মামলা ও অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে কোতোয়ালি থানা এলাকার ১০ জন, অভয়নগর থানার দুইজন, ঝিকরগাছা থানার দুইজন ও চৌগাছা থানায় দুইজন করে আছেন।

সোমবার আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে।

এছাড়া ২০১৮ সালের ৩০ ডিসেম্বর যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বোমা বিস্ফোরণের অভিযোগে ১৯ নভেম্বর কোতোয়ালি থানায় মামলা করেন অ্যাডভোকেট মুন্সি মঞ্জুরুল ইসলাম।

এই মামলায় প্রধান আসামি ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেনসহ ৯৬ জন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়।

যশোর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) নুরে আলম সিদ্দিকী জানান, যশোরে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্ট অব্যাহত থাকবে।

 

Comments

The Daily Star  | English
Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman

‘BNP’s 31-point charter embodies public will’

Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman, speaks to The Daily Star

10h ago