যশোরে ওয়াজ মাহফিলে পদপিষ্ট হয়ে আহত ৩০

আদ্-দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতাল মাঠে অনুষ্ঠিত ওয়াজ মাহফিল। ছবি: সংগৃহীত

যশোরের পুলেরহাট এলাকায় আদ্-দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতাল মাঠে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে পদপিষ্ট হয়ে ৩০ জন আহত হয়েছেন।

গতকাল শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। সেসময় ওই ওয়াজ মাহফিলে বক্তব্য রাখছিলেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানান, ওয়াজ মাহফিলে ধাক্কা-ধাক্কি করে প্রবেশের সময় পদপিষ্টের ঘটনা ঘটে। এতে ৩০ জন আহত হন। তাদের মধ্যে নয়জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজন নারীও রয়েছেন।

হাসপাতালে ভর্তি নয়জন হলেন, মাইনুল ইসলাম, ওসমান গনি, জিয়ান, মারজান, ইব্রাহিম, মাসুদ, সাইদুল, লাভলী এবং আফিফা। 

আহত মাইনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, রাত ৮টার দিকে তারা মাহফিলে পোঁছান। সেসময় মাহফিল চত্বরে প্রবেশের মূল গেইট বন্ধ ছিল। তারা বাইরে দাঁড়িয়ে মিজানুর রহমানের বক্তব্য শুনছিলেন। হঠাৎ পেছন দিক থেকে ধাক্কা-ধাক্কি শুরু হয়। এতে অনেকেই পদপিষ্ট হন। পরে স্থানীয়রা কমপক্ষে ৩০ জনকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুবাইদা ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'ওয়াজ মাহফিলে পদপিষ্টের ঘটনায় সবাই কম-বেশি আহত হয়েছেন। পুরুষদের পুরুষ ওয়ার্ড এবং নারীদের নারী ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।'

'হাসপাতালে আনার সময় আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর ছিল। এখন শুধু আফিফার অবস্থা আশঙ্কাজনক, বাকিরা ঝুঁকিমুক্ত', যোগ করেন তিনি।

আদ-দ্বীন ফাউন্ডেশন আয়োজিত তিন দিনের এই তাফসিরুল কোরআন মাহফিল শুক্রবার রাতে শেষ হয়। মাহফিলের শেষদিনে মিজানুর রহমান বক্তব্য রাখবেন শুনে আদ্-দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতাল মাঠে কয়েক লাখ মানুষ জড়ো হন। তবে জায়গার অভাবে সবাই মাহফিল চত্বরে প্রবেশ করতে পারেননি। 

এই মাহফিল উপলক্ষে সেখানে চার দিনের ইসলামিক বইমেলারও আয়োজন করা হয়। এতে ২২টি স্টল ছিল। শিশুদের জন্য পাশে স্থাপন করা হয় 'শিশু কর্নার'। 

এ বিষয়ে আদ্-দ্বীন ফাউন্ডেশনের মানবসম্পদ কর্মকর্তা জাহেদ হোসাইন ডেইলি স্টারকে বলেন, 'আদ-দ্বীন ফাউন্ডেশন শুধু ওয়াজ মাহফিলেই সীমাবদ্ধ থাকেনি। এখানে ইসলামী সংস্কৃতি তুলে ধরা হচ্ছে। বইমেলার স্টলে দেশের স্বনামধন্য লেখকদের বই পাওয়া যাচ্ছে। গার্ডিয়ান, সত্যায়ন, বিন্দু ও সিয়ামসহ ২২ জন প্রকাশক এখানে স্টল বসিয়েছেন। পড়ার অভ্যাস গড়ে তুলতে এই বইমেলার আয়োজন করা হয়েছে।'

 

Comments

The Daily Star  | English

Vandalism, arson spread

Houses of Awami League leaders were attacked and torched, and murals and busts of Bangabandhu Sheikh Mujibur Rahman were demolished and defaced in nearly two dozen districts yesterday.

7h ago