ভালোবাসা দিবসে আসছে নতুন সিনেমা, যা বললেন মিথিলা

রাফিয়াত রশীদ মিথিলা। ছবি: শেখ মেহেদী মোর্শেদ

একের পর এক প্রশংসা ও দর্শকদের ভালোবাসা কুড়াচ্ছেন রাফিয়াত রশিদ মিথিলা। দুই বাংলার চলচ্চিত্র ও ওয়েব সিরিজে তার উপস্থিতি সরব। এবার ভালোবাসা দিবসে নতুন সিনেমা নিয়ে আসছেন তিনি। সরকারি অনুদানের এই সিনেমার নাম 'জলে জ্বলে তারা'।

সিনেমাটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। এতে মিথিলার বিপরীতে আছেন এফ এস নাঈম।

'জলে জ্বলে তারা' সিনেমায় 'তারা' চরিত্রে অভিনয় করেছেন মিথিলা।

দ্য ডেইলি স্টারকে মিথিলা বলেন, 'জলে জ্বলে তারা' সিনেমার চরিত্রে আমি নদীপাড়ের মেয়ে। নদীর পাড়ে সার্কাস দেখাই, যার কিছুই নেই। একেবারেই অন্যরকম গল্প। ভিন্ন একটি চরিত্র। এমন গল্পে ও চরিত্রে আগে কখনো আমাকে দেখা যায়নি।

'শুটিং করেছি কালিগঙ্গা নদীর পাড়ে। নদীতেও দৃশ্য ছিল আমার। নৌকায় করে সেসব দৃশ্যের কাজ হয়েছে।'

এই অভিনেত্রী আরও বলেন, সিনেমায় দেখা যাবে 'তারা' নামের মেয়েটি সার্কাসে কাজ করে। নারীকেন্দ্রিক গল্প। সব শ্রেণির দর্শকদের জন্য এই সিনেমা, সবার ভালো লাগবে।

রাফিয়াত রশিদ মিথিলা | ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

চরিত্রটি কতটা চ্যালেঞ্জিং ছিল, জানতে চাইলে মিথিলা বলেন, অনেক চ্যালেঞ্জিং ছিল। কেননা, নৌকার দৃশ্যগুলো সত্যিই চ্যালেঞ্জিং ছিল। অনেকদিন ধরে শুটিং করেছি। রোদের মধ্যে শুটিং করতে কষ্ট হয়েছে। তারপরও শিল্পের প্রয়োজনে কাজ করেছি।

'তারা চরিত্রটি নিজের ভেতরে ধারণ করাটাও কঠিন ছিল। ওইরকম জীবন কখনো দেখিনি। কিন্তু সেটিই পর্দায় ফুটিয়ে তোলার জন্য কাজ করতে হয়েছে।'

'জলে জ্বলে তারা' সিনেমায় মিথিলার বিপরীতে অভিনয় করেছেন নাঈম। তার সম্পর্কে মিথিলা বলেন, নাঈম এই সিনেমায় মাঝির চরিত্রে অভিনয় করেছেন। আমি যেহেতু নদীপাড়ের মেয়ে, একসময় মাঝির সঙ্গেও পরিচয় হয়,
ভালো লাগা তৈরি হয়। প্রেমটা পরিণতি পায় কি না, তা জানা যাবে পুরো সিনেমা দেখার পর। ওই রহস্যটুকু থাকুক।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নাঈম আমার কলেজজীবনের বন্ধু। ওর সঙ্গে নাটকে অভিনয় করেছি। সিনেমায় দুজনে প্রথম কাজ করলাম। আমাদের পরিচয় বহু বছর আগে থেকে। নাঈম গোছানো মানুষ। কঠোর পরিশ্রম করতে পারে। নাঈম একজন ভালো মানুষ, সিরিয়াস টাইপের মানুষ।

পরিচালক অরুণ চৌধুরীকে নিয়ে মিথিলা বলেন, অরুণদার সঙ্গে প্রথম কাজ করেছি। দাদা যখন গল্পটা পড়তে দেন, তখনই ভালো লেগে যায় গল্পটা। অভিজ্ঞতা ভালো কাজ করে।

নিজের সম্পর্কে মিথিলা বলেন, প্রত্যেকটা সিনেমায় আমাকে দেখলে মনে হয়, আরে এ তো মিথিলা! কোনোটার সঙ্গে কোনোটার গল্পের মিল নেই। সবকিছু আলাদা।

'জলে জ্বলে তারা' সিনেমায় মিথিলার বাবার চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মায়ের চরিত্রে মুনিরা মিঠু। এতে আরও আছেন আজাদ আবুল কালাম ও শাহেদ আলী।

'শক্তিমান সব শিল্পীর মিলনমেলা ঘটেছে এই সিনেমায়', বলেন মিথিলা।

Comments

The Daily Star  | English

Bangladesh lost over Tk 226,000cr for tax evasion: CPD

CPD estimated that around 50 percent of this amount has been lost to corporate tax evasion.

1h ago