বিদেশে তৈরি সিনেমায় ১০০ শতাংশ শুল্ক আরোপ: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত সব সিনেমার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তার দাবি, যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র নির্মাতারা ও স্টুডিওগুলো অন্য দেশে গিয়ে কাজ করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে হলিউড।

রোববার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে বলেন, 'আমি যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় ও বাণিজ্য প্রতিনিধিকে নির্দেশ দিচ্ছি, যেন তারা অবিলম্বে বিদেশে নির্মিত সব ধরনের চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রক্রিয়া শুরু করে।"

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এ সিদ্ধান্ত এমন এক সময়ে এল যখন ট্রাম্প প্রশাসনের আগ্রাসী বাণিজ্যনীতির কারণে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার মুখে আছে হোয়াইট হাউস।

এর আগে গত মাসে চীন জানিয়েছিল যে তারা যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা চলচ্চিত্রের সংখ্যা কমিয়ে আনবে।

ট্রাম্প বলেন, 'আমেরিকার চলচ্চিত্র শিল্প দ্রুত ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। অন্যান্য দেশ আমাদের চলচ্চিত্র নির্মাতা এবং স্টুডিওগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য সব ধরনের প্রণোদনা দিচ্ছে।'

তিনি আরও বলেন, হলিউডসহ যুক্তরাষ্ট্রের অনেক অঞ্চলে এই ধারা ক্ষতি ডেকে আনছে এবং এটি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।

শুল্ক আরোপের প্রভাব চলচ্চিত্র শিল্পে কীভাবে পড়বে কিংবা কীভাবে এটি কার্যকর করা হবে—তা স্পষ্ট করা হয়নি।

তবে ট্রাম্পের পোস্টে টেলিভিশন সিরিজ সম্পর্কে কোনো উল্লেখ ছিল না—যা বর্তমানে অন্ততম জনপ্রিয় ও লাভজনক শিল্পখাত।

Comments

The Daily Star  | English
Health Sector Reform Commission submits report to Yunus

Reform commission for universal primary healthcare

Also recommends permanent independent commission to govern heath sector

4h ago