ওপেনএআইয়ে ২৫ বিলিয়ন ডলার বিনিয়োগের আলোচনায় জাপানের সফটব্যাংক

ওপেনএআই
অলঙ্করণ: স্টার ডিজিটাল গ্রাফিক্স

যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান ওপেনএআইয়ে ২৫ বিলিয়ন ডলার বিনিয়োগের জন্য আলোচনা করছে জাপানের অন্যতম শীর্ষ বাণিজ্যিক প্রতিষ্ঠান সফটব্যাংক।

আজ বৃহস্পতিবার জাপানি সংবাদমাধ্যম দ্য জাপান টাইমস এ তথ্য জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ওপেনএআইয়ে ১৫ বিলিয়ন থেকে ২৫ বিলিয়ন বিনিয়োগের জন্য সফটব্যাংক প্রাথমিক আলোচনা করছে।

এর আগে সফটব্যাংক ওপেনএআইয়ের প্রজেক্ট স্টারগেটের ডেটা সেন্টারসহ অন্যান্য অবকাঠামো তৈরির জন্য ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগের যে ঘোষণা দিয়েছিল নতুন এই বিনিয়োগ তার বাইরে।

সফটব্যাংক ও ওপেনএআইয়ের প্রধান নির্বাহীরা প্রাথমিকভাবে ১০০ বিলিয়ন ডলার লগ্নির পরিকল্পনা করছেন। এর মধ্যে ৫০০ বিলিয়ন ডলার আগামী চার বছরের মধ্যে প্রজেক্ট স্টারগেটে বিনিয়োগের পরিকল্পনা করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, অপেনএআইয়ের প্রতিনিধি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। সফটব্যাংকের মুখপাত্র তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হননি।

ব্রিটিশ দৈনিক দ্য ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, আলোচনায় অগ্রগতি হয়েছে।

Comments

The Daily Star  | English

26 killed in Pakistan, 12 in India

India says 'targeted attacks', Pakistan says civilians hit, vows response

14h ago