আসছে গ্রামীণ টেলিকমের ডিজিটাল ওয়ালেট

গ্রামীণ টেলিকম

ডিজিটাল ওয়ালেট সেবা 'সমাধান সার্ভিসেস লিমিটেড' নিয়ে আসছে গ্রামীণ টেলিকম। ইতোমধ্যেই বাংলাদেশ ব্যাংক থেকে সমাধান সার্ভিসেস লিমিটেড নামে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে প্রাথমিক অনুমোদন পেয়েছে।

২০২১ সালের ১৬ নভেম্বর পিএসপি লাইসেন্সের জন্য কেন্দ্রীয় ব্যাংকে প্রথম আবেদন করে সমাধান।

প্রতিষ্ঠানটি অনাপত্তিপত্র (এনওসি) পাওয়ার শর্ত পূরণ করলেও বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে সিদ্ধান্ত নিতে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত দেরি করে।

গত বছরের ২৯ সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংক এনওসি মঞ্জুর করে। এতে সমাধান সার্ভিসেসের পিএসপি লাইসেন্স পাওয়ার পথ সুগম হয় বলে দ্য ডেইলি স্টারকে জানান প্রক্রিয়াটির সঙ্গে যুক্ত কর্মকর্তারা।

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের দাবি—ঊর্ধ্বতন কর্মকর্তারা বিশেষ করে সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রক্রিয়াটি বিলম্বিত করেছিলেন।

গ্রামীণ টেলিকম ও এর প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষের পরিপ্রেক্ষিতে এই বিলম্ব হয়েছে বলে মন্তব্য করেছেন তারা।

গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে পদত্যাগ করেন আব্দুর রউফ তালুকদার।

গ্রামীণ টেলিকমের আবেদনটি প্রাথমিকভাবে কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ পর্যালোচনা করে দেখেছে যে প্রক্রিয়াটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আবেদনকারী প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় নথি দিয়েছে।

সে হিসাবে আবেদনটি শেষ পর্যন্ত ২০২৩ সালের ডিসেম্বরে তৎকালীন গভর্নর রউফের কাছে পাঠানো হয়। কিন্তু সে সময় তা অনুমোদন দেওয়া হয়নি বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

এ বিষয়ে জানতে ডেইলি স্টারের পক্ষ থেকে আব্দুর রউফ তালুকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক ও সমাধান সার্ভিসের পরিচালক মো. নাজমুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'এনওসি পেয়েছি তবে এখনো লাইসেন্স পাইনি। কেন্দ্রীয় ব্যাংক এনওসি আটকে দিয়েছিল। তবে কেন দিয়েছে তা জানি না।'

সমাধান সার্ভিসেস ডিজিটাল পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে শিগগিরই বাজারে আসার প্রস্তুতি নিচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, 'অবশেষে এটি পেয়ে আমরা স্বস্তি বোধ করছি।'

বাংলাদেশ ব্যাংকের শর্ত

বাংলাদেশ ব্যাংক সমাধান সার্ভিসেসকে এক বছরের এনওসি দিয়েছে। চূড়ান্ত লাইসেন্স পেতে প্রতিষ্ঠানটিকে এখনো বেশ কয়েকটি শর্ত পূরণ করতে হবে।

যেমন, প্রতিষ্ঠানটির পরিশোধিত মূলধন ২০ কোটি টাকায় উন্নীত করে তা বজায় রাখতে হবে।

প্রস্তাবিত ডিজিটাল ওয়ালেট প্রতিষ্ঠানকে অবশ্যই অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ নীতিমালা বাস্তবায়ন করতে হবে। দেশের তফসিলি ব্যাংকগুলোর জন্য আইসিটি নিরাপত্তা মানদণ্ড মেনে চলতে হবে।

এ ছাড়াও, এটি অবশ্যই সফটওয়্যারের গুণমান ও দুর্বলতা মূল্যায়ন শেষ করতে হবে। ডেটা ব্যাকআপ ধরে রাখার নীতিগুলো প্রয়োগ করতে হবে।

সমাধানের পরিচালনা পর্ষদে যারা

সমাধান সার্ভিসেসের পরিচালনা পর্ষদে নয় সদস্য আছেন। তারা প্রাথমিকভাবে গ্রামীণ টেলিকমের মনোনীত। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এম শাহজাহান গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান।

বর্তমানে দেশে কেন্দ্রীয় ব্যাংকের লাইসেন্স পাওয়া আইপে সিস্টেমস, ডি মানি বাংলাদেশ ও রিকারশন ফিনটেকসহ আটটি পিএসপি আছে।

সংশ্লিষ্টরা জানান, মোবাইল নেটওয়ার্ক অপারেটর রবি ও বাংলালিংক ডিজিটাল ওয়ালেট নিয়ে আসতে আগ্রহী।

দারাজ ও চালডালের মতো অনলাইন মার্কেটপ্লেস ইতোমধ্যে পিএসপি লাইসেন্সের জন্য আবেদন করেছে।

Comments

The Daily Star  | English
road accidents death in Bangladesh April

Road accidents killed 583 in April: Jatri Kalyan Samity

Bangladesh Jatri Kalyan Samity (BJKS), a passenger welfare platform, said that a total of 583 people were killed and 1,202 injured in 567 road accidents across the country in the month of April, citing media reports

2h ago