গ্রামীণ টেলিকম ভবনে ঢুকে প্রতিষ্ঠান দখল চেষ্টায় জাতিসংঘের উদ্বেগ

প্রতিষ্ঠান দখলের অভিযোগ জানাতে গতকাল সংবাদ সম্মেলনে কথা বলেন ড. মুহাম্মদ ইউনূস। ছবি: পলাশ খান/স্টার

রাজধানীর মিরপুরে গ্রামীণ টেলিকম ভবনে থাকা গ্রামীণ পরিবারের প্রতিষ্ঠান দখলের খবরে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বৃহস্পতিবার নিউইয়র্কে এক ব্রিফিংয়ে এ উদ্বেগ প্রকাশ করেন।

গ্রামীণ টেলিকম ভবন দখলচেষ্টার সাম্প্রতিক ঘটনার উল্লেখ করে ডুজারিক বলেন, 'এ বিষয়ে বাংলাদেশ থেকে যেসব প্রতিবেদন দেখেছি, তাতে আমরা খুবই উদ্বিগ্ন।'

জাতিসংঘের মহাসচিব এ ঘটনা জানেন কি না, জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, 'জাতিসংঘ এ বিষয়ে অনেক সচেতন।'

'আমাকে আবার বলতে হচ্ছে যে ড. ইউনূস দীর্ঘ সময় ধরে জাতিসংঘের একজন সম্মানিত অংশীদার। তিনি আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক উভয় ক্ষেত্রেই আমাদের পরামর্শদাতা। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলসহ সার্বিকভাবে আমাদের উন্নয়ন কাজের পাশে আছেন তিনি।'

গত ১২ ফেব্রুয়ারি বিকেলে মিরপুরে গ্রামীণ টেলিকম ভবনে ঢুকে গ্রামীণ পরিবারের আটটি প্রতিষ্ঠান দখলের অভিযোগ উঠেছে 'বহিরাগত' দখলদারদের বিরুদ্ধে।

ওই ভবনে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের গড়া মোট ১৬টি প্রতিষ্ঠান আছে। 

এর মধ্যে আটটি প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দেওয়া হয়েছে বলে গতকাল এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ড. ইউনূস।

প্রতিষ্ঠানগুলো হলো—গ্রামীণ টেলিকম, গ্রামীণ কল্যাণ, গ্রামীণ মৎস্য ও পশু সম্পদ ফাউন্ডেশন, গ্রামীণ কৃষি ফাউন্ডেশন, গ্রামীণ সামগ্রী, গ্রামীণ ফান্ড, গ্রামীণ শক্তি ও গ্রামীণ কমিউনিকেশন।

 

Comments

The Daily Star  | English

The ceasefire that couldn't heal: Reflections from a survivor

I can’t forget the days in Gaza’s hospitals—the sight of dismembered children and the cries from phosphorus burns.

6h ago