অর্থ আত্মসাৎ মামলায় ড. ইউনূসসহ ১৪ জনের বিচার শুরু ৫ আগস্ট

ড. মুহাম্মদ ইউনূস। ছবি: স্টার

গ্রামীণ টেলিকম ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডের প্রায় ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার বিচার শুরুর জন্য ৫ আগস্ট দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত।

আজ সোমবার আদালতের বেঞ্চ সহকারী বেলাল হোসেন জানান, আত্মপক্ষ সমর্থনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম এ আদেশ দেন।

আজ সকাল ১১টার দিকে ড. ইউনূস তার আইনজীবীসহ আদালতে হাজির হন।

গত ১ ফেব্রুয়ারি ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা ও দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান।

ড. ইউনূস ছাড়া বাকি ১৩ আসামি হলেন—গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম, পরিচালক আশরাফুল হাসান, নাজনীন সুলতানা, পারভিন মাহমুদ, এম শাহজাহান, নুরজাহান বেগম ও এসএম হুজ্জাতুল ইসলাম লতিফী, শ্রমিক-কর্মচারি ইউনিয়নের সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান ও প্রতিনিধি মাওলানা হোসেন, জাতীয় শ্রমিক ফেডারেশনের দপ্তর সম্পাদক কামরুল হাসান, আইনজীবী জাফরুল হাসান শরীফ ও ইউসুফ আলী।

অভিযুক্ত ১৪ জনই বর্তমানে জামিনে রয়েছেন।

গত বছরের ৩০ মে গুলশান আনোয়ার ঢাকায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন।

 

Comments

The Daily Star  | English

Govt publishes gazette of 1,558 injured July fighters

Of them, 210 have been enlisted in the critically injured "B" category, while the rest fall under the "C" category of injured fighters

4h ago